TET 2022: ‘তথ্য-প্রমাণহীন মনগড়া আশঙ্কা’, টেটের ‘প্রশ্নফাঁস’ বিতর্কে শুভেন্দুকে পাল্টা কুণালের

Suvendu vs Kunal: কুণাল বলেন, "এটা চরম দায়িত্বজ্ঞানহীন চক্রান্তমূলক আচরণ। যেখানে একটা পরীক্ষা হচ্ছে, এত পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। তাঁদের একটা মনোসংযোগের ব্যাপার রয়েছে।"

TET 2022: 'তথ্য-প্রমাণহীন মনগড়া আশঙ্কা', টেটের 'প্রশ্নফাঁস' বিতর্কে শুভেন্দুকে পাল্টা কুণালের
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 9:46 PM

পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই টেট পরীক্ষা (TET 2022)। তার আগে শনিবার বিকেলে পর্ষদ সভাপতি গৌতম পাল আশঙ্কার করেছেন কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। পর্ষদের এই শঙ্কার কথা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরক বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চূঁচূড়ার এক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, বহু জায়গা থেকে নাকি ফোন আসছে। ১০ লাখ টাকার কন্ট্রাক্টের কথা নাকি বলা হচ্ছে। পাঁচ লাখ টাকা অগ্রিম দিলে আজ রাতেই পাওয়া যাবে প্রশ্ন। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই মন্তব্যের এবার কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল এখন পূর্ব মেদিনীপুরে দলের ব্লক ও জেলাস্তরের মধ্যে সেতুবন্ধনের দায়িত্বে রয়েছেন। শান্তিকুঞ্জের হেভিওয়েট নেতার মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, “এটা চরম দায়িত্বজ্ঞানহীন চক্রান্তমূলক আচরণ। যেখানে একটা পরীক্ষা হচ্ছে, এত পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। তাঁদের একটা মনোসংযোগের ব্যাপার রয়েছে। সেখানে এরকম তথ্য-প্রমাণহীন মনগড়া, আশঙ্কা, উড়ো ফোনে শুনছি বলে… পরীক্ষার পরিবেশকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েদের ভবিষ্য়ৎকে জলাঞ্জলি দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার একটা সস্তা রাজনীতি করার চেষ্টা করছেন এই মানসিক অবসাদগ্রস্ত নেতারা। তথ্য-প্রমাণ থাকলে নির্দিষ্ট অভিযোগ করুন। এখন আমরা যদি বলি, রেলের পরীক্ষার আগের দিন প্রশ্ন বেঁচছে বিজেপি, তাহলে সেটা কি খুব ভাল লাগবে?”

এর পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্প্রতি ডিসেম্বর মাসের যে তিনটি গুরুত্বপূর্ণ দিনের কথা উল্লেখ করেছেন, সেই প্রসঙ্গেও নাম না করে পাল্টা খোঁচা দেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র বলেন, “একজন শিক্ষানবিশ জ্যোতিষী অনেক তারিখ দিয়েছেন। এবার আমি একটা দিনক্ষণ জানাচ্ছি। এটা আমি অভিজ্ঞ এক জ্যোতিষীর কাছে পেয়েছি। তিনি আমাকে বলেছেন, ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখে বিয়ের তারিখ ছাড়া গুরুত্বপূর্ণ কোনও দিন নেই। কিন্তু ২০২৩ সালের ২ জানুয়ারির দুপুর ১২ টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।” তবে ২ জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ, সে কথা অবশ্য খোলসা করেননি তিনি। এর পাশাপাশি সাম্প্রতিক অতীতে বিরোধী দলনেতাকে বার বার বিভিন্ন অভিযোগে চিঠি লিখতে দেখা গিয়েছিল। সেই নিয়েও নন্দীগ্রামের বিধায়ককে খোঁচা দিয়ে নতুন নাম দেন কুণাল ঘোষ।