Suvendu-Kunal: অধিকারী দুর্গে দাঁড়িয়ে শুভেন্দুকে জোড়া চ্যালেঞ্জ কুণালের

TMC vs BJP: শুভেন্দুকে বাঁকা খোঁচা দিয়ে কুণাল বলেন, "উনি যদি ভেবে থাকেন, তাঁকে আক্রমণ করা হচ্ছে, কারণ তিনি বড় নেতা। সেটি ভুল। তাঁকে আক্রমণ করা হচ্ছে কারণ তিনি বড় বিশ্বাসঘাতক।"

Suvendu-Kunal: অধিকারী দুর্গে দাঁড়িয়ে শুভেন্দুকে জোড়া চ্যালেঞ্জ কুণালের
কুণাল-শুভেন্দু তরজা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 9:22 PM

পূর্ব মেদিনীপুর: শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা ও ব্লকস্তরের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলার রাজনীতির বাতাবরণ আরও তপ্ত হয়ে উঠেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোমবার হুঁশিয়ারি দিয়েছিলেন, “মেদিনীপুরের মাটিতে যত শুভেন্দু অধিকারীকে যত গালাগালি করবে বিজেপি তত বাড়বে।” এমনকী তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলেন সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন শুভেন্দু। এবার তাঁকে পাল্টা দিলেন কুণাল ঘোষ। শুভেন্দুকে বাঁকা খোঁচা দিয়ে বলেন, “উনি যদি ভেবে থাকেন, তাঁকে আক্রমণ করা হচ্ছে, কারণ তিনি বড় নেতা। সেটি ভুল। তাঁকে আক্রমণ করা হচ্ছে কারণ তিনি বড় বিশ্বাসঘাতক। উনি এখান থেকে সমস্ত পদ, ক্ষমতা নিয়ে অপব্যবহার করেছেন। এই কারণে ওনার নাম বেশিবার আসছে।”

এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে জোড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন কুণাল ঘোষ। বললেন, “শুভেন্দু দু’টি তালিকা প্রকাশ করুক। এক, শুভেন্দু, তাঁর বাবা ও ভাইরা সরকার, দল ও প্রশাসনের কটি পদে ছিলেন। সেই তালিকা প্রকাশ করুক। আর, দুই… শুভেন্দু অধিকারী ও তাঁর ভাইদের ডানদিক, বামদিক, আত্মীয়-স্বজন… তাঁদের কে কোথায়, কতজন সরকারি চাকরি করছেন, সেই তালিকা প্রকাশ করুক।” শুভেন্দু অধিকারী গতকাল দাবি করেছিলেন, তৃণমূল নেতাদের বক্তৃতায় বেশিরভাগই থাকে তাঁকে আক্রমণ। কোনও গঠনমূলক কথা থাকে না বলেই দাবি করেছিলেন তিনি। সেই মন্তব্যের পাল্টা দিয়ে কুণাল ঘোষ এবার এই কথা বলেন।

সেই সঙ্গে কুণাল ঘোষ আরও বলেন, “ওকে গালিগালাজ করার একটাই কারণ। ও গদ্দারি করেছে বলে, বিশ্বাসঘাতকতা করেছে বলে। নাহলে কেন গালিগালাজ করা হবে। আমাদের দুটি দলের লড়াই। ওখানে তো অন্য নেতারাও আছেন। রাজনৈতিক কথাবার্তা হয়। ওকে ঘেন্না থেকে ওর নাম বলা হয়। ওকে গুরুত্ব দিয়ে বলা হয় না।” সবমিলিয়ে ভোটের আগে ক্রমেই তপ্ত হয়ে উঠছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক বাতাবরণ। আক্রমণ, পাল্টা আক্রমণের আবহে তেতে উঠছে রাজনীতির বাতাবরণ। এখন দেখার এই তপ্ত বাক্যবাণের লড়াইয়ে পঞ্চায়েতের ময়দানে আখেড়ে লাভ কোন শিবির করে। যদিও তার জন্য আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে।