Suvendu Adhikari: ‘উত্তর প্রদেশ হবে এটাও, বুলডোজার চলবে চিন্তা নেই’, শুভেন্দুর ‘প্রতিশ্রুতি’

Kanthi: মঙ্গলবার রাত্রিবেলা খেজুরির মনসা পুজোতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বলেন, 'বাড়িতে তুলসীগাছ আছে তো? তুলসীগাছ লাগান। প্রদীপ জ্বালান। শঙ্খ বাজান। বাকিটা আমি দেখে নেব। উত্তর প্রদেশ হবে এটাও। বুলডোজার চলবে চিন্তা নেই।'

Suvendu Adhikari: ‘উত্তর প্রদেশ হবে এটাও, বুলডোজার চলবে চিন্তা নেই’, শুভেন্দুর ‘প্রতিশ্রুতি’
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 4:12 PM

খেজুরি: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে জমি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী শিবির। তবে এই সবের মধ্যেও কুকথার বুলি বন্ধ হচ্ছে না বঙ্গ রাজনীতির নেতাদের। এবার তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দিতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। বললেন, ‘উত্তর প্রদেশ মডেল এখানে হবে। তৈরি থাকুন বুলডোজার চলবে।’ যদিও, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল।

কী বললেন শুভেন্দু?

মঙ্গলবার রাত্রিবেলা খেজুরির মনসা পুজোতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বলেন, ‘বাড়িতে তুলসীগাছ আছে তো? তুলসীগাছ লাগান। প্রদীপ জ্বালান। শঙ্খ বাজান। বাকিটা আমি দেখে নেব। উত্তর প্রদেশ হবে এটাও। বুলডোজার চলবে চিন্তা নেই।’

এ দিন, সনাতনীদের একজোট হওয়ার কথাও বলেন তিনি। বেশ কয়েকজনের হাতে গীতাও তুলে দেন শুভেন্দু। এরপর রাস উৎসবে যোগ দিয়ে হিন্দু ধর্ম রক্ষারও বার্তা দেন শুভেন্দু।

যদিও, বিষয়টি নিয়ে কটাক্ষ করে তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, ‘হিন্দু রাষ্ট্র তৈরি হবে এই স্লোগান দিয়েই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছিলেন। এখন অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। তার কিছুই আমরা দেখতে পাইনি। এই সমস্ত ধর্মের নামে সুরসুরি দিয়ে রাজনৈতিক ক্ষমতায় কিছুক্ষণের জন্য আসা যায়। সর্বক্ষণের জন্য দীর্ঘস্থায়ী নয়। ২০২৪ এ দেখবেন ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদ থেকে সাফ হয়ে যাবে।’

বুলডোজার মডেল কী?

উত্তর প্রদেশে অশান্তির পর বুলডোজার চলেছিল কানপুর, সাহারানপুর, প্রয়াগরাজে। হিংসা ছড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তির বাড়িঘরের উপর বুলডোজার চালানোর ঘটনা ঘটে। তা নিয়ে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। মূলত গতকাল শুভেন্দু হিন্দু রাজ্য তৈরির কথা বলার সঙ্গে উত্তর প্রদেশের এই মডেলকেই চিহ্নিত করেছেন বলে দাবি রাজনৈতিক মহলের।