Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Student: মানবিক মুখ, পড়ুয়াদের হাত ধরে রাস্তা পার করাচ্ছে খোদ পুলিশ

Road Cross: পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ছন্দে ফিরেছে পঠন-পাঠন। স্কুল কলেজ চালু হওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে জুড়ে বেড়েছে পথদুর্ঘটনা।

School Student: মানবিক মুখ, পড়ুয়াদের হাত ধরে রাস্তা পার করাচ্ছে খোদ পুলিশ
হাত ধরে রাস্তা পার করাচ্ছে পুলিশ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 8:03 PM

পূর্ব মেদিনীপুর: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। মাঝখানে কয়েকদিনের জন্য খুললেও অতিমারি পরিস্থিতিতে ফের বন্ধ হয়েছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ছন্দে ফিরেছে পঠন-পাঠন। স্কুল কলেজ চালু হওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে জুড়ে বেড়েছে পথদুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় ক্রমাগত আহত হয়েছে পড়ুয়ারা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই দুর্ঘটনা কমাতে,সচেতনতার বার্তা জেলার প্রশাসনের আধিকারিকরা।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির নেতৃত্বে সচেতনতার প্রচারে হাজির ছিলেন, ডিএসপি ট্রাফিক পবিত্র বরিক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্রদ্ধা পাণ্ডে, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক(এল আর) অর্ণব কোলে, তমলুকের মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

বিদ্যালয়ের শুরুর সময়টা কাটিয়ে এদিন পড়ুয়াদের সঙ্গেই কাটান পুলিশ আধিকারিকরা। তমলুকের হলদিয়া -মেচেদা ৪১ নম্বর জাতীয় সডকের নিমতৌড়ি থেকে হলদিয়া পর্যন্ত জাতীয় সড়কের ধারে থাকা স্কুলগুলির পড়ুয়াদের হাত ধরে রাস্তা পারাপার করে দেন জেলাশাসক সহ উপস্থিত আধিকারিকরা। জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেন, “দীর্ঘদিন পর স্কুল শুরু হয়েছে। স্কুল শুরু ও শেষ হওয়ার দুই সময়ে দুর্ঘটনা প্রবণ এলাকায় এলাকায় আধিকারিকরা প্রতিদিন উপস্থিত থাকবেন। কারণ, প্রতি নিয়ত পথ দুর্ঘটনা বাড়ছে তাই প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা সকলেই উপস্থিত থাকবো পালা করে। যাতে দুর্ঘটনা সংখ্যা ও প্রবণতা কমানো যায়।

বস্তুত, গত ১৫ই ফেব্রুয়ারি রাজ্যে খুলেছে স্কুল। নবান্ন থেকে জারি করা নতুন গাইডলাইনে এমনটাই জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার ক্ষেত্রে  সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে, কোন কোন বিধি মেনে খুলছে স্কুল তা স্পষ্ট করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন। রাজ্যর সমস্ত প্রাইমারি স্কুলের প্রধানশিক্ষকদের জন্য এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রের খবর, নির্দেশিকায় বলা হয়েছে কোভিড বিধি মেনেই স্কুল খুলতে হবে। উল্লেখ্য, বড়দের জন্য স্কুল আগেই খুলে গিয়েছিল। সেই সঙ্গে ছোটদের জন্য স্কুলের বদলে চলছিল পাড়ায় শিক্ষালয় প্রকল্প। সেই পাড়ায় শিক্ষালয় প্রকল্পকে ঘিরে বিভিন্ন জায়গায় নানবিধ সমস্যার কথা উঠে আসছিল। এই পরিস্থিততে, ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয় নবান্ন।

আরও পড়ুন: Nabagram Accident: ট্রাকের চাকায় সেকেন্ডের মধ্যেই থেঁতলে গেলেন শিক্ষক, রক্তের ছাপে ভরে গোটা রাস্তা

আরও পড়ুন: Balurghat smuggling: সারি-সারি কলা, ভিতরে হাত দিতেই উঠে এল আসল চমক