Digha: নিয়ন আলো, সঙ্গে গান, পুজোর আগেই দিঘায় এবার ‘গরিবে’র ‘ক্রুজ পার্টি’
Digha: ওই জলযানটি দিঘার উপকূলে শঙ্করপুরের ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে সমুদ্রে যাবে। দিঘা, শঙ্করপুর, মন্দারমণির পাশাপাশি খাঁড়ি এলাকাগুলিতে ম্যানগ্রোভ জঙ্গল ভ্রমণ করাবে এই জলযানটি।
পূর্ব মেদিনীপুর: পুজোর আগে একবার দিঘা ঢু মেরে আসুন। এবার দিঘাতেই ক্রজ পার্টি! গোয়ার মতনই পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্রেও নামতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী। পুজোর আগে পর্যটকদের কাছে যা একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ‘এম ভি নিবেদিতা’ নামে এই প্রমোদতরীটি হলদিয়া উন্নয়ন সংস্থা তুলে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে। এতদিন পর্যটকরা সৈকত থেকেই সমুদ্রকে উপভোগ করেছেন। এবার প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবেন তাঁরা।
সমুদ্রের তীর বরাবর চলেছে দিঘা থেকে শৌলা পর্যন্ত দীর্ঘ ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভ। মাঝখানে রয়েছে ঝাউ বন। সব মিলিয়ে এক অপূর্ব এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে ভেসে হয়েছে। ইতিপূর্বে কলকাতায় গঙ্গাবক্ষে প্রমোদতরী নামতে দেখা গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সমুদ্রবক্ষে প্রমোদতরী এই প্রথম। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর মরশুমে সমুদ্রবক্ষে প্রমোদতরীতে ভ্রমণের স্বাদ উপভোগের সুযোগ পাবেন পর্যটকরা।
এই পরিকল্পনা রূপায়ণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে রাজ্য ভূতল পরিবহন নিগমের তরফ থেকে ‘এমভি নিবেদিতা’ নামে ওই ভেসেলটি হলদিয়া উন্নয়ন সংস্থাকে দেওয়া হয়েছিল। নদীর মোহনায় ঘোরার কথা ছিল। ভেসেল অর্থাৎ প্রমোদতরীতে পর্যটকদের মনোরঞ্জন ও বিনোদনের ব্যবস্থা থাকবে। তা থেকে আরও হবে।
করোনা পরিস্থিতি সহ অন্যান্য কারণে সেই উদ্যোগ শুরু হতে দেরি হয়। ফলে জলযানটি দীর্ঘদিন ধরে পড়েছিল। তার রক্ষণাবেক্ষণের জন্য বছরে লক্ষাধিক টাকা খরচ হচ্ছিল হলদিয়া উন্নয়ন সংস্থার। এই পরিস্থিতিতে এমনটাই জানা গিয়েছে। হলদিয়া উন্নয়ন সংস্থাকে ভেসেলটি দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেয় দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। সেই, প্রস্তাব অনুমোদনের পর ভেসেলটি হস্তান্তর করা হয় ।
জানা গিয়েছে, ওই জলযানটি দিঘার উপকূলে শঙ্করপুরের ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে সমুদ্রে যাবে। দিঘা, শঙ্করপুর, মন্দারমণির পাশাপাশি খাঁড়ি এলাকাগুলিতে ম্যানগ্রোভ জঙ্গল ভ্রমণ করাবে এই জলযানটি। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই জলযানে রেস্তোরাঁর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও। সন্ধ্যার সময় নিয়ন আলোর পরিবেশে নাচগানের ব্যবস্থাও থাকবে। সঙ্গে থাকবে বাউল গান, লোকসঙ্গীত, আধুনিক গান।
যাত্রাপথে সমুদ্রতীরবর্তী মৎস্যজীবীদের গ্রাম এবং তাঁদের কর্মকাণ্ড দেখারও সুযোগ রয়েছে। যাত্রা শেষে ফের ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকায় ফিরে আসবে প্রমোদতরীটি। প্রয়োজনে ছোটখাট অনুষ্ঠান, পার্টি প্রভৃতির জন্য ভাড়া করা যাবে এমভি নিবেদিতা। এই প্রমোদতরণী চালিয়ে যা আয় হবে, তার একটি অংশ পাবে হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং আর একটি অংশ পাবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানস কুমার মণ্ডল বলেন, “দিঘায় আগত পর্যটকদের কথা ভেবেই গোয়া বা গঙ্গা ধাঁচেই একটি প্রমোদতরীর ব্যবস্থা করা হচ্ছে। এই প্রমোদতরীতে পর্যটক স্বাচ্ছন্দের কথা মাথায় রাখা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে পুজোর ঠিক আগে যাতে প্রমোদতরীটি চালু করে দেওয়া যায়, তার চেষ্টা চলছে।”