Pujoy Pulse: সহজ প্রশ্নের জবাব দিন, পেয়ে যান চার চাকা থেকে স্কুটি, সুযোগ দিচ্ছে পুজোয় পালস

Pujoy Pulse: এই ট্যাবলোতে রয়েছে প্রচুর পালস ক্যান্ডি। কতগুলো ক্যান্ডি আছে, তার উত্তর দিতে হবে। ট্যাবলোয় রয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে নাম, ঠিকানা লিখে দিতে হবে। সমস্ত শহর ঘোরার পর হবে লটারি। যিনি সেরা হবে, তিনি পাবেন চার চাকার একটি গাড়ি। থাকছে মোটর বাইক ও স্কুটি জেতার সুযোগও।

Pujoy Pulse: সহজ প্রশ্নের জবাব দিন, পেয়ে যান চার চাকা থেকে স্কুটি, সুযোগ দিচ্ছে পুজোয় পালস
পুজোয় পালস ট্যাবলো এবার হলদিয়ায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 11:47 AM

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্যান্ডেলে-প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতে যে আর সময় নেই! মা আসতে বাকি আর মাত্র কটা দিন। তার আগে গোটা রাজ্যে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। আর পুজোর আনন্দ আরও বহুগুণ বাড়াতে শহরে শহরে ঘুরে বেড়াচ্ছে পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলা। প্রচুর পালস ক্যান্ডি নিয়ে ‘পুজোয় পালস’ ট্যাবলো ঘুরছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আর এবার হলদিয়ায় পুজোয় পালস ট্যাবলো পৌঁছতেই দেখা গেল উৎসাহের জোয়ার।

রাজ্যের ২২টি শহরে ঘুরছে এই ট্যাবলো। হলদিয়ায় পৌঁছতেই দেখা গেল প্রচুর মানুষের ভিড়। সহজ প্রশ্নের উত্তর দিলেই থাকছে বিভিন্ন স্বাদের পালস ক্যান্ডি জেতার সুযোগ। এছাড়াও থাকছে আর্কষণীয় পুরস্কার জেতার সুযোগ। খেলায় অংশগ্রহণকারী সকলেই মেনে নিচ্ছেন, একদম অন্যরকমের আইডিয়া নিয়ে ঘুরছে ‘পুজোয় পালস’। নতুন আইডিয়ার সঙ্গে পালস ক্যান্ডির নতুন নতুন ফ্লেভার। সেই স্বাদ নিতে বাদ যাচ্ছেন না আট থেকে আশি কেউই। ট্যাবলো থামানোর পর বাজছে ঢাক। যা শুনে দৌড়ে আসছেন অনেকে। সহজ প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিচ্ছেন উপহার।

এই ট্যাবলোতে রয়েছে প্রচুর পালস ক্যান্ডি। কতগুলো ক্যান্ডি আছে, তার উত্তর দিতে হবে। ট্যাবলোয় রয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে নাম, ঠিকানা লিখে দিতে হবে। সমস্ত শহর ঘোরার পর হবে লটারি। যিনি সেরা হবে, তিনি পাবেন চার চাকার একটি গাড়ি। থাকছে মোটর বাইক ও স্কুটি জেতার সুযোগও।