Akhil Giri: ‘জানোয়ার, বেয়াদপ’! রাষ্ট্রপতির পর এবার মহিলা ফরেস্ট অফিসারকে কুকথা অখিলের

Akhil Giri: অখিল গিরি বলেন, "ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন। বেশিদিন থাকতে পারবেন না। আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন। আমি আপনাকে বলছি। সে বিট অফিসার টফিসার, আমি জানি ফরেস্টের কী কাজ হয়। কত বড় দুর্নীতি আমরা সব জানি। বিট অফিসারের বিরুদ্ধে কী আছে আমি সব জানি। আমি কিন্তু সব ফাঁস করে দেব বিধানসভায়। আপনি আমাকে চেনেন না।"

Akhil Giri: 'জানোয়ার, বেয়াদপ'! রাষ্ট্রপতির পর এবার মহিলা ফরেস্ট অফিসারকে কুকথা অখিলের
অখিল গিরি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 3:32 PM

পূর্ব মেদিনীপুর: অখিল গিরি আছেন নিজের অখিলেই। দেশের রাষ্ট্রপতি সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করে ঝড় তুলেছিলেন দেশজুড়ে। এবার মহিলা বনাধিকারিক বা ফরেস্ট অফিসারকে ভরা রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো হুমকি রামনগরের তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরির। তাজপুরে বেআইনি দখল উচ্ছেদে গিয়েছিলেন ফরেস্ট অফিসার মনীষা সাউ। সেখানেই রাজ্যের একজন মন্ত্রীর হুমকির মুখে পড়তে হয় মহিলা আধিকারিককে। সরকারি আধিকারিককে ‘বেয়াদপ’, ‘জানোয়ার’ বলেন অখিল।

অবৈধভাবে বনদফতরের জায়গায় দোকান বা ঘর গজিয়ে ওঠার অভিযোগ ওঠে তাজপুরে। অভিযোগ, বনদফতরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল। সম্প্রতি সমুদ্রের গ্রাসে চলে যায় সেগুলি। শুক্রবার রাতে নতুন করে বনদফতরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা। তখনই বনদফতর বাধা দিতে গেলে ঘটনাস্থলে যান রামনগরে বিধায়ক অখিল গিরি।

অভিযোগ, সেখানে গিয়েই অখিল গিরি বলেন, “ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন। বেশিদিন থাকতে পারবেন না। আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন। আমি আপনাকে বলছি। সে বিট অফিসার টফিসার, আমি জানি ফরেস্টের কী কাজ হয়। কত বড় দুর্নীতি আমরা সব জানি। বিট অফিসারের বিরুদ্ধে কী আছে আমি সব জানি। আমি কিন্তু সব ফাঁস করে দেব বিধানসভায়। আপনি আমাকে চেনেন না।”

পাল্টা ওই বিট অফিসার বলেন, “আমার তো কারও সঙ্গে শত্রুতা নেই। আপনার সঙ্গেও নেই, ওদের সঙ্গেও নেই। আমার ডিউটি করতে এসেছি।” এরপর আবারও আঙুল নাচিয়ে অখিল গিরি বলেন, ২৫ ফুট আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না আপনি একদম। এরকম জানোয়ার, বেয়াদপ রেঞ্জার আসেনি কখনও।” রাজ্যের একজন মন্ত্রীর এমন হুমকি-হুঁশিয়ারির ভিডিয়ো সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। একজন মন্ত্রী একজন মহিলা সরকারি আধিকারিককে হুঁশিয়ারি দিচ্ছেন, সমালোচনা করছে সমস্ত মহল।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “অখিলবাবুকে তো বিধানসভায় দেখেছি। এটা ওনাদের দলীয় শিক্ষা। ফলে এইভাবেই ওনারা কথা বলবেন যতদিন ক্ষমতায় থাকবেন।” তবে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। বলেন, “আমি এটা জানি না।”