Suprakash Giri: সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর, মানহানির মামলা করার হুঁশিয়ারি অখিলপুত্রের
Suprakash giri: এবার ওনার শিক্ষাগত যোগ্যতা পাল্টা প্রশ্ন তুললেন জেলা যুব সভাপতি। আইনি মোকাবেলা করা হুঁশিয়ারি দিলেন মন্ত্রীপুত্র তথা যুবনেতা সুপ্রকাশ গিরির।
কাঁথি: রাজ্যের মন্ত্রী পুত্র ( সুপ্রকাশ গিরি) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এক রকম বিপাকে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার ওনার শিক্ষাগত যোগ্যতা পাল্টা প্রশ্ন তুললেন জেলা যুব সভাপতি। আইনি মোকাবেলা করা হুঁশিয়ারি দিলেন মন্ত্রীপুত্র তথা যুবনেতা সুপ্রকাশ গিরির (Suprakash Giri)।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুমন্তব্য করার প্রতিবাদে কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) বিরুদ্ধে রামনগরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। বক্তব্যের পর রীতিমত জেলার রাজনৈতিক মহলের শোরগোল পড়ে যায়। সেই বক্তব্যের পাল্টা মন্তব্য যুবনেতা সুপ্রকাশ গিরি।
শনিবার বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘দেখতে পাচ্ছেন নাকি অখিল বাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্যাজুয়েট নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি। পাল্টা জবাব দিয়েছেন যুবনেতা সুপ্রকাশ গিরি। তিনি বলেন, ‘একজন ( শুভেন্দু অধিকারী) ওপেন ইউনিভার্সিটি পাস করা ছেলে, যার কোনও শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইনভারর্সিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে জালিয়াতি করেছেন। ২০০৭ সালে পরীক্ষা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরে বেলদা পরীক্ষা দিতে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করবো আমি।’
এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘আমি যে কলেজে পড়াশোনা করেছি শুভেন্দু অধিকারী সেই কলেজের নাম শুনেছেন নাকি জানি না। কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছি। শুধু স্নাতকোত্তর নয়, পোস্ট গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট করেছি। শুভেন্দুবাবু জানবে বা কী করে? শিক্ষার ক্ষেত্রের জালিয়াতি করেছেন! আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম। শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত। শিক্ষাদিক্ষা ওনার মধ্যে আসবে না। ছোটবেলা থেকেই তোলাবাজীতে যুক্ত।’
এরপর যুবনেতা বলেন, ‘শুভেন্দু অধিকারী বয়স ৫২। আমার বয়স ৪০। আমি স্নাতক পাশ করেছি ২১ বছর বয়সে। শুভেন্দু অধিকারী স্নাতক পাস করেছেন ৩৭ বছর বয়সে। ৩৭ বছর বয়সে কি গ্রাজুয়েট হয়? আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস শুভেন্দু অধিকারী থাকে সার্টিফিকেট দেখাক। আমি উনার সামনে সার্টিফিকেট নিয়ে বসতে রাজি আছি। আমি মানহানি মামলা করব। জনগণের কাছে সার্টিফিকেট দেখাব। উনিও সার্টিফিকেট দেখান।’