Suvendu Adhikari at Egra: ‘ভানু তৃণমূলের বড় নেতা’, এগরায় প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ শুভেন্দুর
Suvendu Adhikari at Egra: তাই শুভেন্দুর মত, কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে সেন্ট্রাল টিমকে দিয়ে ফরেনসিক পরীক্ষা করানো উচিত। আরও বেশি ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
এগরা: বাজি কারখানা নয়, আসলে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভিতরে তৈরি হচ্ছিল বোমা। বুধবার এগরার বিস্ফোরণস্থলে গিয়ে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন তিনি। ঘটনায় মূল অভিযুক্ত তথা এগরার বাজি কারখানার মালিক ভানু বাগকে ‘তৃণমূলের বড় নেতা’ বলেও উল্লেখ করেন তিনি। বুধবার এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শুভেন্দু। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন। এদিন এগরায় দাঁড়িয়ে মোট দুটি দাবি জানিয়েছেন শুভেন্দু। প্রথমত, পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে।
শুভেন্দু অধিকারী বলেন, ‘বাজি তৈরির কারখানা নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বোমা তৈরি হচ্ছিল। এগরা থানার আই সি মৌসম চক্রবর্তীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনার পুলিশ ৫০ হাজার টাকা করে নিত।’ এসআই-এর হাত দিয়ে সেই টাকা নেওয়া হত বলেও দাবি করেছেন তিনি। ভানু বাগকে ‘তৃণমূলের বড় নেতা’ বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘ভানু ২০১১ সালে পঞ্চায়েতের নেতা ছিলেন। ২০১৮ সালের বৌমাকে দাঁড় করিয়ে ছিলেন।’ তবে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ভানুর তৃণমূল যোগ থাকার কথা অস্বীকার করেছেন।
রাজ্য পুলিশ প্রমাণ লোপাট করছে বলেও দাবি করেছেন তিনি। তাই শুভেন্দুর মত, কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে সেন্ট্রাল টিমকে দিয়ে ফরেনসিক পরীক্ষা করানো উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ সম্পর্কে শুভেন্দু বলেন, ‘কোনও এমএলএ অফিস থেকে চেক গ্রহণ করবেন না। গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেওয়া হয়, তাহলে গ্রহণ করবেন।’ প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছেন তিনি। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, এমন ব্যবস্থা করব যাতে আর ভবিষ্যতে এরকম নিরীহ মানুষের প্রাণ না যায়।
উল্লেখ্য, এগরা-কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়ে বুধবারই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী।