‘যা করেছেন তাতে শীঘ্রই গ্রেফতার হতে পারেন শুভেন্দু,’ বিস্ফোরক অখিল

Akhil Giri: অখিলের কথায়, ‘‘অপেক্ষা করুন৷ আর এক থেকে দেড় মাস৷ তারপর দেখবেন বিশ্বাসঘাতকেরা কাঁদছে। ফাইলের পর ফাইল, শুধুই দুর্নীতি। সব সামনে আসছে। প্রত্যেকটার তদন্ত হবে।’’

'যা করেছেন তাতে শীঘ্রই গ্রেফতার হতে পারেন শুভেন্দু,' বিস্ফোরক অখিল
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 6:48 PM

পূর্ব মেদিনীপুর: “শুধু ত্রিপল চুরি বা রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়। দিঘায় সমুদ্রের বাঁধ নির্মাণ থেকে সমবায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফাইলের পর ফাইলে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। চলছে একের পর এক তদন্তও। ফলে শীঘ্রই গ্রেফতার হতে পারেন শুভেন্দু অধিকারী।” এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri)।

রবিবার সন্ধ্যায় কাঁথি তৃণমূল কংগ্রেস ট্যাক্সি স্ট্যান্ডের সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। সেখানেই শুভেন্দু তথা অধিকারী পরিবার সম্পর্কে একের এর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। আক্রমণ করেছেন কেন্দ্রের সরকারকেও। ত্রিপল চুরির প্রসঙ্গ টেনে অখিলের ব্যঙ্গাত্মক মন্তব্য, ‘‘কেন্দ্রের এখন এত দূরবস্থা যে কেন্দ্রীয় বাহিনী ত্রিপল চুরি করছে!’’ এরপরই প্রশ্ন তুলেছেন, ‘‘পুরসভার গোডাউনে রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী কী করতে গিয়েছিল? কার কথায় গিয়েছিল?’’

অখিল বলতে থাকেন, ‘‘মুখ্যমন্ত্রীর সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে। দিঘায় সমুদ্র বাঁধ তৈরি করতে পাঁচশো কোটি টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওকে (শুভেন্দুকে) বলেছিল দেখভাল করতে। বালির ওপর ইট বিছিয়ে ঢালাই করে দিল! সমুদ্রের ঢেউয়ের কাছে সেসব টেকে নাকি? এক্সপার্টরা সব ধরে ফেলেছেন?’’

এরপরই বোমা ফাটিয়েছেন অখিল। বলেন, ‘‘শুধু দিঘা নয়, পরিবহণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগের ফাইল আসছে। প্রত্যেক ফাইলের তদন্ত হচ্ছে। তাই ওদের কপালের ভাঁজ চওড়া হচ্ছে। দেখুন না, আর এক থেকে দেড় মাস। তারপর দেখবেন, বিশ্বাসঘাতকরা কাঁদছে৷ ’’

এদিন অধিকারী পরিবারের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নাম না করে আক্রমণ করেছেন শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে। প্রবীণ সাংসদকে তাঁর কটাক্ষ, ‘‘যদি মুখ্যমন্ত্রীকে সহ্য করতে না পারেন, তাহলে পদ আঁকড়ে বড় বড় কথা বলছেন কেন? আগে পদ ছাড়ুন, তারপর বড় বড় কথা বলবেন।’’

অখিলবাবুর এহেন মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য এখনও অধিকারী পরিবারের তরফে প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দুর স্নায়ুর চাপ বাড়াতেই কৌশলে গ্রেফতারির ইঙ্গিত সামনে আনলেন অখিলবাবু। আরও পড়ুন: ‘এমন কাজ করবেন না যাতে কাশ্মীরে ডিউটি করতে হয়,’ জেলার এসপি-কে হুমকি শুভেন্দুর

COVID third Wave