ন্যায়ের জন্য লড়তে হবে, পরিসর বাড়াতে হবে, নিমতৌড়িতে বার্তা শুভেন্দুর

নিমতৌড়িতে এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই চিরকালীন। সেটা কোনওভাবেই ফেলে দেওয়া যাবে না। বহুদলীয় রাজনীতির সঙ্গে সমানভাবে জানতে হবে নিজের দেশের ঐতিহ্যকে।

ন্যায়ের জন্য লড়তে হবে, পরিসর বাড়াতে হবে, নিমতৌড়িতে বার্তা শুভেন্দুর
নিমতৌড়িতে শুভেন্দু অধিকারী।
Follow Us:
| Updated on: Dec 17, 2020 | 2:47 PM

পূর্ব মেদিনীপুর: বহুদলীয় রাজনীতির গণ্ডীতে শুধু আটকে থাকলে হবে না। পরিসর বাড়াতে হবে। দেশের জন্য যাঁরা নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের আত্ম বলিদান জানতে হবে। বৃহস্পতিবার তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চে এভাবেই স্বদেশী বোধকে জাগ্রত করার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া নেতা মনে করিয়ে দিলেন, শুধু ভোট চাইলেই হয় না, দেশের ইতিহাসটাও জানতে হয়। গত কয়েকদিনে বারবার তাঁর মুখে শোনা গিয়েছে দেশাত্মবোধের মন্ত্র। ওয়াকিবহাল মহলের মতে, ইদানিং ‘অরাজনৈতিক’ মঞ্চে শুভেন্দুর প্রতিটি কথায় দেশের প্রতি যে আবেগ ধরা পড়ছে, তাতে তাঁর আগামিদিনের অবস্থানের ইঙ্গিত সুস্পষ্ট।

আরও পড়ুন: ‘শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র’ গেরুয়া থেকে ফের নীল-সাদা, কার্যালয় পুনরুদ্ধার তৃণমূলের

নিমতৌড়িতে এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই চিরকালীন। সেটা কোনওভাবেই ফেলে দেওয়া যাবে না। বহুদলীয় রাজনীতির সঙ্গে সমানভাবে জানতে হবে নিজের দেশের ঐতিহ্যকে। তিনি বলেন, “তাম্রলিপ্তের যে গরিমা, ন্যায়ের পক্ষে যে বিদ্রোহ, অন্যায়ের পক্ষে যে প্রতিবাদ সেই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। মানুষের কাছে অতীতটা তুলে ধরতে হবে। যারা মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের কথা জানে না, তারা কেবলমাত্র ভোট চাই ভোট দাও, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও করে। কিন্তু এর মধ্যে শুধু আটকে থাকলে চলবে না। পরিসরটা বাড়াতে হবে। ব্যাপ্তিটা বাড়াতে হবে। বহুদলীয় রাজনীতি তো একটা ক্ষুদ্র বলয়। এর বাইরেও জগৎ আছে।” এদিনের সভার পর নিমতৌড়ি স্মৃতিসৌধ থেকে নিমতৌড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী ।