Contai Municipality: জোড়াফুলের পতাকা নিয়েই দিনভর কাঁথিতে বিক্ষোভ! জোরাল হচ্ছে নির্দলে লড়ার সম্ভাবনা

Municipal Election: তৃণমূল সূত্রে খবর, দলের তরফেও স্পষ্ট বার্তা রয়েছে বদল সেখানেই হবে যেখানে সংরক্ষণের ক্ষেত্রে কোনও ভুল হয়েছে।

Contai Municipality: জোড়াফুলের পতাকা নিয়েই দিনভর কাঁথিতে বিক্ষোভ! জোরাল হচ্ছে নির্দলে লড়ার সম্ভাবনা
প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 12:46 AM

পূর্ব মেদিনীপুর: শুক্রবার থেকে শুরু হয়েছে। রবিবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কাঁথি (Contai) তৃণমূলের (Trinamool Congress) কর্মী, সমর্থকদের একাংশ। ‘বহিরাগত প্রার্থী’ থেকে প্রার্থী বদলের দাবি, সর্বক্ষেত্রেই এদিন অশান্তি দেখা হলে নতুন করে। অনেকেই পুরভোটে  (West Bengal Municipal Elections 2022) নির্দল হয়ে দাঁড়ানোর কথাও ভাবছেন বলে খবর। তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তোষ ঘিরে রাস্তা অবরোধ, বিক্ষোভে রবিবারও উত্তপ্ত হয় পূর্ব মেদিনীপুরের কাঁথি পুর এলাকা। এদিন বিকেল থেকে কাঁথির বিস্তীর্ণ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। বিকেলে কাঁথি হাসপাতালের পথে বিভিন্ন জায়গায় দেখা যায় টায়ার জ্বালিয়ে কিংবা কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেছেন তৃণমূল কর্মীদের একাংশ। কাঁথি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাশিস পাহারি। তিনি বর্তমানে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান। দেবাশিসের বাড়ি কাঁথি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। এখানেই দলের কর্মীদের একাংশের আপত্তি। কেন অন্য ওয়ার্ডের লোক প্রার্থী হবেন? এরপরই প্রতিবাদে রাস্তায় নামেন লোকজন। বিক্ষোভের জেরে ছুটে আসেন এলাকার তৃণমূল নেতৃত্ব থেকে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। অনেক বুঝিয়ে রাস্তা অবরোধ তোলা হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, “বহিরাগত প্রার্থী চাই না। এত বড় ঝড় গেল, করোনা ভাইরাস গেল, উনি তো আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের পাশে এসে দাঁড়াননি। আমরা চাই আমাদের ওয়ার্ডের বাসিন্দাই প্রার্থী হোন।” এই দফায় দফায় বিক্ষোভের জেরে কাঁথি শহর কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। কাঁথি পুর এলাকায় একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পছন্দ নয় বলে রব উঠেছে। রবিবার সকাল থেকে দফায় দফায় টায়ার পুড়িয়ে, রাস্তা রুখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। অবরোধের জেরে সমস্যার সম্মুখীন হন এলাকার বাসিন্দারা। কাঁথি শহরে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন শেখ সাবুল, ১৮ নম্বরের প্রার্থী উত্তম মহাপাত্র! যাঁদের নিয়ে খুশি নন এলাকার কর্মীরা। ৭ নম্বর ওয়ার্ডেও সেই ‘বিদ্রোহে’র আঁচ। অনেকে বলছেন, এই প্রার্থী তালিকায় এমন নামও রয়েছে, যাঁরা এখনও ‘দাদার অনুগামী’।

কাঁথি গান্ধী রোডে দারুয়া টোটো স্ট্যাণ্ড সংলগ্ন এলাকা, সেন্ট্রাল বাসস্ট্যান্ড, খড়্গপুর বাইপাস, মেচেদা বাইপাস, জাতীয় সড়কে অবরোধ করা হয় দফায় দফায়। পাশাপাশি কপালকুণ্ডলা, রূপশ্রী মোড়-সহ বিভিন্ন জায়গায় অবরোধ হয় প্রার্থী বদলের দাবিতে। যদিও এদিন কলকাতায় বসে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, অনেক ভাবনাচিন্তা করেই দল প্রার্থী তালিকা ঠিক করেছে। টিকিট নিয়ে অনেকেরই প্রত্যাশা ছিল। তারই বহিঃপ্রকাশ কোথাও কোথাও হয়েছে। তবে তা এক শতাংশও না।

অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, দলের তরফেও স্পষ্ট বার্তা রয়েছে বদল সেখানেই হবে যেখানে সংরক্ষণের ক্ষেত্রে কোনও ভুল হয়েছে। অর্থাৎ মহিলা সংরক্ষিত ওয়ার্ডে পুরুষ প্রার্থীর নাম ঘোষণা কিংবা যে ওয়ার্ড তফশিলি জাতি বা উপজাতির জন্য সংরক্ষিত সেখানে সাধারণ প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। ফলে বিক্ষোভ, বিদ্রোহে খুব একটা আমল দিচ্ছে না দল বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এর ফলে নির্দল প্রার্থী হয়ে ভোট লড়ার প্রবণতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে একাধিক ওয়ার্ড থেকে সে কথা বলাও হয়েছে বলেই খবর।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা