Panchayat Election 2023: এগরায় বোমাবাজির অভিযোগ, প্রচার সেরে ফেরার পথে গুরুতর জখম বিজেপি কর্মী
BJP-TMC: বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পাল্টা দাবি, তাদের কর্মী-সমর্থকরা প্রচার সেরে ফেরার সময় একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করেছিল।
এগরা: ভোটের মুখে গোলমাল যেন কিছুতেই থামছে না। প্রাক-পঞ্চায়েত পর্বে ফের বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের এগরা-২ ব্লক। সেখানে বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজিতে এক বিজেপি কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম সুকমল দাস। তাঁকে ইতিমধ্যেই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পাল্টা দাবি, তাদের কর্মী-সমর্থকরা প্রচার সেরে ফেরার সময় একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করেছিল। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অস্থিচক এলাকায় নির্বাচনী প্রচারের কাজকর্ম সেরে ফিরছিলেন সুকমল দাস। সেই সময়েই একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে দুষ্কৃতীরা তাঁর পথ আগলে দাঁড়ায়। তিনি তাঁদের এড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী। গুরুতর জখম হন। এরপর দলীয় কর্মীরাই খবর পেয়ে তাঁকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গতরাতের এই হামলার পর আজ সকালে বিজেপির স্থানীয় নেতারা ওই কর্মীর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। তাঁর শারীরিক অবস্থায় খোঁজখবর নেন। এগরা থানায় দলের তরফে একটি অভিযোগও জানানো হয়।
যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল শিবির। শাসক দলের বক্তব্য, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। উল্টে বিজেপির বিরুদ্ধের পাল্টা অভিযোগ তুলেছে শাসক দল। তাদের অভিযোগ, গতরাতে তৃণমূলের কর্মীরা যখন প্রচার সেরে বাড়ি ফিরছিল, তখন তিন-চারজন দুষ্কৃতী তৃণমূলের কর্মীদের উপর হামলা করে, বোমাবাজি করে। এদিকে পুলিশ এখনই বিষয়টি নিয়ে কিছু বলছে না। পুলিশ জানাচ্ছে, সব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রক্রিয়ার আগে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানাচ্ছে পুলিশ।