BJP Rally: বিজেপির মিছিলে বোমাবাজি, শূন্যে গুলির শব্দ, তুলকালাম ভগবানপুরে
Purba Medinipur: মঙ্গলবার এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। মারা যান ৯ জন। এই ঘটনায় প্রথম থেকে রাজ্য প্রশাসন ও আইনশৃঙ্খলাকে তোপের মুখে রেখেছে বিজেপি। বৃহস্পতিবার তারই প্রতিবাদে মিছিল ছিল।
পূর্ব মেদিনীপুর: এগরার ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিল বিজেপির। সেই মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল। বৃহস্পতিবার এগরায় এই ঘটনা ঘটেছে। ভগবানপুরের (Bhagabanpur) বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি-সহ বিজেপি নেতা ও কর্মীরা এদিনের মিছিলে ছিলেন। অভিযোগ, ভূপতিনগর থানার পাউসি এলাকায় মিছিল পৌঁছতেই আচমকা সেখানে দুষ্কৃতী হামলা হয়। বোমাবাজির পাশাপাশি গুলির শব্দও শোনা যায় বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত বলেও অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিজেপি। অভিযোগ মানতে নারাজ শাসকদল।
জেলারই এগরার খাদিকুলে মঙ্গলবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। তাতে ৯ জনের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি কয়েকজন। তারই প্রতিবাদে এবং ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলে এদিন বিজেপির মিছিল ছিল। পাউসি বাজার এলাকায় মিছিল চলাকালীন হামলা হয়। অভিযোগ, প্রথমে মিছিলে বোমাবাজি করা হয়। তারপর শূন্যে গুলি চালানোর শব্দও শোনা যায়। এই ঘটনায় ১৪ জন বিজেপি কর্মী আহত হন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী। এমনিতেই দুর্যোগের আবহ সন্ধ্যা থেকে। আপাতত এলাকা শুনসান।
ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বক্তব্য, ” রাজ্যে সরকার আছে বলে মনে হয় না। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের সামনে তৃণমূলের লোকজন গুলি ও বোমাবাজি করল। একাধিক বিজেপি কর্মী সমর্থকরা গুরুতর জখম হয়েছেন।”
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ওখানে বোমাবৃষ্টি হয়। তাতে আমাদের বিধায়কও সামান্য আঘাত পেয়েছেন। মহিলারাও বাদ যাননি। পুলিশ সেখানে নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ আমাদের কর্মীদের সেখানে মিছিল করতে বাধা দিচ্ছে। অথচ বোমাগুলি চলছে পুলিশের সামনে, কিছু করার ক্ষমতা নেই।” পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এগুলো সব নাটক। বিজেপির মিছিল মিটিং করলে লোক হয় না। তাই এসব ঢাকতে, সংবাদমাধ্যমে প্রচার পেতে এসব করে। এর বাইরে কিছুই নয়।”