BJP Protest: জয়দেব তৃণমূলে যেতেই নন্দীগ্রামে বিজেপির কার্যালয়ে ঘাসফুলের পতাকা

Purba Medinipur: শনিবার তার প্রতিবাদে নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া গ্রামপঞ্চায়েত এলাকার সোনাচূড়া বাজারে প্রতিবাদ মিছিল করে বিজেপি।

BJP Protest: জয়দেব তৃণমূলে যেতেই নন্দীগ্রামে বিজেপির কার্যালয়ে ঘাসফুলের পতাকা
সোনাচূড়ায় তৃণমূল বিজেপি তরজা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2022 | 11:44 PM

পূর্ব মেদিনীপুর: বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন জয়দেব দাস। তাঁর তৃণমূলে যোগদানের পরই রাজনৈতিক চাপানউতর শুরু সোনাচূড়া এলাকা। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামপঞ্চায়েত এলাকার মনসাবাজারে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় কুণাল ঘোষের হাত ধরে নতুন দলে যোগ দেন জয়দেব। তাঁর সঙ্গে বহু বিজেপি কর্মীও যোগ দেন। এই যোগদানের পরই নন্দীগ্রামের কালীচরণপুরের বেড়ারচক বিজেপি কার্যালয় দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ।

শনিবার তার প্রতিবাদে নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া গ্রামপঞ্চায়েত এলাকার সোনাচূড়া বাজারে প্রতিবাদ মিছিল করে বিজেপি। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে তাদের দলীয় পতাকা কেউ বা কারা ছিঁড়ে দেয়। সোনাচূড়া বাজারে নন্দীগ্রাম-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি শ্যামাপ্রসাদ মাইতির নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, জয়দেব তৃণমূলে যোগ দেওয়ার পরই এলাকায় সমস্ত বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়।

নন্দীগ্রাম-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি বলেন, “সোনাচূড়া বাজারে আমাদের পতাকা লাগানো ছিল। শুক্রবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা মদ্যপ অবস্থায় সমস্ত পতাকা ফেলে দিয়েছে। এরই প্রতিবাদে আমাদের আজকের মিছিল। এসব ঘটনা বুঝিয়ে দিচ্ছে এলাকায় দুষ্কৃতী তাণ্ডব কতটা বাড়ছে। তৃণমূলের সরকার রাজ্যে। তাদের কর্মীরাই এভাবে বিরোধীদের আটকাতে যা খুশি তাই করছে।”

যদিও পুরনো দলের বিষোদগার করেন জয়দেব দাস। তাঁর কথায়, মানুষ প্রতিবাদ করছেন। জয়দেব বলেন, “মানুষ আমাদের সঙ্গে আছে। এসব নাটক করে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে ফালতু কথা বলে বিজেপি কোনও সুবিধাই করতে পারবে না। মানুষের পাশে না থাকলে আমাদের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে আমাদের মণ্ডল কার্যালয় বলে যেটা পরিচিত ছিল সেটায় তৃণমূলের পতাকা উড়ত না। যাঁরা এলাকায় বিজেপির সমর্থক ছিলেন, সকলেই এখন তৃণমূলের পাশে। তাঁরাই নিজের হাতে সে পতাকা লাগাচ্ছেন।” দক্ষিণ মণ্ডলের জয়দেব দাস ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য। পাশাপাশি চণ্ডীপুর বিধানসভায় বিজেপির পর্যবেক্ষক। সম্প্রতি দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই দল ছাড়ার কথাও ঘোষণা করেন। শুক্রবার যোগ দেন ঘাসফুলে।