Kurmi Protest: ২৪ ঘণ্টা পার, এখনও রেল অবরোধ কুড়মি সমাজের, ভোগান্তিতে সাধারণ
Purulia: তাই কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলন চালানোর হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
পুরুলিয়া: একটানা ২৪ ঘণ্টা পার। এখনও পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে চলছে আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো আন্দোলন। দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিজনের অন্তর্গত পুরুলিয়া – আদ্রা শাখায় বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে রেল চলাচল। এখনও পর্যন্ত রেল পুলিশ বা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়নি কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে। তাই কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলন চালানোর হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো ইতিমধ্যেই জানিয়েছেন যে সরকার তাঁদের দাবি মানার বিষয়ে উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা। কুস্তাউরের সঙ্গে-সঙ্গে অবরোধ করা হবে কোটশিলা স্টেশন সহ পুরুলিয়া শহর সংলগ্ন জাতীয় সড়ক।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই একাধিক দাবি সরকারকে জানিয়ে আসছিলেন কুড়মিরা। কিন্তু অভিযোগ, সেই দাবিতে কর্ণপাত করেনি সরকার। সেই কারণেই ফের আন্দোলনে কুড়মি সম্প্রদায়ের মানুষেরা (Kurmi Protest)। ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে (Jangalmahal) শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ নামের অবরোধ কর্মসূচি। ডাক দেওয়া হয়েছে রেল অবরোধেরও। সেই ঘোষণা মতোই বুধবার ভোর থেকে পুরুলিয়ার কুস্তাউরে রেল ও ৫ নং রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসী কুড়মি সমাজ। অবিলম্বে কুড়মিদের এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে অনির্দিষ্ট কালের জন্য এই অবরোধ শুরু করেন তাঁরা।