Kurmi Protest: সকাল থেকেই পথ অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, কুড়মি বিক্ষোভের জেরে ভোগান্তিতে সাধারণ

Kurmi Protest: সেই ঘোষণা মতোই বুধবার ভোর থেকে পুরুলিয়ার কুস্তাউরে রেল ও ৫ নং রাজ্য সড়ক অবরোধ করলেন আদিবাসী কুড়মি সমাজ।

Kurmi Protest: সকাল থেকেই পথ অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, কুড়মি বিক্ষোভের জেরে ভোগান্তিতে সাধারণ
পুরুলিয়ায় পথ অবরোধ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 7:04 AM

পুরুলিয়া: দীর্ঘদিন ধরেই একাধিক দাবি সরকারকে জানিয়ে আসছিলেন ওরা। কিন্তু অভিযোগ, সেই দাবিতে কর্ণপাত করেনি সরকার। সেই কারণেই ফের আন্দোলনে কুড়মি সম্প্রদায়ের মানুষেরা (Kurmi Protest)। ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে (Jangalmahal) শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ নামের অবরোধ কর্মসূচি। ডাক দেওয়া হয়েছে রেল অবরোধেরও। সেই ঘোষণা মতোই বুধবার ভোর থেকে পুরুলিয়ার কুস্তাউরে রেল ও ৫ নং রাজ্য সড়ক অবরোধ করলেন আদিবাসী কুড়মি সমাজ। অবিলম্বে কুড়মিদের এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে অনির্দিষ্ট কালের জন্য এই অবরোধ শুরু করেছেন তাঁরা।

কুড়মিদের দাবি, রাজ্য সরকারকে কুড়মিরা তফসিলি উপজাতি এই কথা জানিয়ে সিআরআই-এর সংশোধিত রিপোর্ট পাঠাতে হবে। এ দিন সকাল থেকেই চলছে অবরোধ। যার জেরে ব্যাহত হয়েছে রাজ্য সড়কের যান চলাচল। রেলের তরফ থেকে আগেই দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া আদ্রা শাখায় যাবতীয় ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়। বহু ট্রেনের পথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই অবরোধের ফলে সাধারণ মানুষের চরম হয়রানি হতে চলেছে তাতে সন্দেহ নেই।

আদিবাসী কুড়মি সমাজের জেলা সম্পাদক সাধন মাহাতো বলেন, “আজকে পথ ও ট্রেন অবরোধ শুরু করলাম। রাজ্য সরকার সিআরআই রিপোর্ট পাঠানোর নামে আমাদের সঙ্গে ভেলকিবাজি করছে। এই ছলনার বিরুদ্ধে আমরা পথে নেমেছি আজ। এর আগেও পথে নেমেছিলাম আমরা। আমরা চাই আমাদের কুড়মি জাতিকে এসটি তালিকার অন্তর্ভূক্ত করতে হবে। কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলি ভাষার অন্তর্ভূক্ত করতে হবে। সারনা ধর্ম চালু করতে হবে।”

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদ্রা পুরুলিয়া শাখা দিয়ে চলা বহু ট্রেন বাতিল এবং ঘুরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। বাতিলের মধ্যে রয়েছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, দানাপুর টাটা এক্সপ্রেস, হাতিয়া খড়গপুর এক্সপ্রেস-সহ বহু প্যাসেঞ্জার এবং মেমু ট্রেন। এ প্রসঙ্গে পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা বলেন, “আন্দোলন কারীদের অবরোধ না করার জন্য আবেদন জানানো হয়েছে। আলোচনা চলছে তাদের সঙ্গে।”