Jhalda Councillor Death : ‘আমার উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে,’ সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে বললেন ভীম
Jhalda Councillor Death : তপন কান্দুর ছেলেক প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ভীম তিওয়ারিকে সিবিআই ক্যাম্পে ডাকা হয়েছিল এদিন। প্রায় ১৫ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
ঝালদা : নিহত তপন কান্দুর ছেলেক প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্যাম্পে ডাকা হল অভিযুক্ত ভীম তিওয়ারিকে। সোমবার বিকেল নাগাদ তাঁকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। প্রায় ১৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদও চলে বলে জানা গিয়েছে। সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে এসে তিনি বলেন, “আমার উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে নানা অজুহাতে। আমি নির্দোষ। বাড়ির সামনে প্রতিদিন রাতের অন্ধকারে ঢিল পড়ছে। দেওয়া হচ্ছে গালিগালাজ। তাই CCTV বাড়িতে লাগালাম।” মানসিক চাপে নিরঞ্জন বৈষ্ণব আত্মহত্যা করেছিলেন। সেই একই রকমের চাপের মধ্যে তিনি রয়েছেন বলে দাবি করেন ভীম তিওয়ারি।
গতকাল নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু অভিযোগ করেছিলেন যে তাঁর ছেলে দেব কান্দুকে প্রাণে মারার হুমকি দিয়েছেন প্রতিবেশী ভীম তিওয়ারি। বাবার মতো ছেলের পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর দাবি করেছেন যে, তাঁর স্বামীর খুনের ঘটনায় ভীমও যুক্ত রয়েছে। নরেন কান্দুর অত্যন্ত ঘনিষ্ঠ ভীম বলেও দাবি পূর্ণিমার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভীম তিওয়ারি। এই অভিযোগেই এদিন ভীম তিওয়ারিকে সিবিআই ক্যাম্পে ডেকে পাঠানো হয়।
ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তপন কান্দু। গত মাসেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। উদ্ধার করে রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। বিরোধী দলের কাউন্সিলরের এই মৃত্যু ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। প্রথম থেকেই নিহতের পরিবারের অভিযোগ ছিল পুলিশের ভূমিকা নিয়ে। সিবিআই তদন্তের দাবি তোলে তারা। কলকাতা হাইকোর্ট সে নির্দেশও দিয়েছে। ইতিমধ্যেই একাধিকবার ঝালদা থানার আইসিকে তলব করেছে তদন্তকারীরা।
আরও পড়ুন : Jhalda Councillor Death: ‘বাবার মতোই দশা হবে তোর’… বিস্ফোরক অভিযোগ ঝালদার নিহত কাউন্সিলরের ছেলের