Buffalo Battle Video: ছুটে এসে শিং দিয়ে গুঁতো, মোষের লড়াই দেখতে গিয়ে শেষ তরতাজা প্রাণ
Purulia News: ঘটনার পরই সেখানের লোকজন তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই সেখানের লোকজন তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই ভেস্তে যায় ওই মোষের লড়াইয়ের আসর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, পুরুলিয়া বিখ্যাত এই পুরুষ মোষের লড়াই। আঞ্চলিক ভাষায় যাকে কাড়া লড়াই বলা হয়ে থাকে। তবে বর্তমানে প্রাণহানির আশঙ্কার জন্য প্রশ্ন সেটি নিষিদ্ধ রয়েছে। ফলত প্রশ্ন উঠছে এই কাড়া লড়াইয়ের আসর বসল কীভাবে। অপরদিকে, যেখানে পাড়া থানা এলাকায় ওই আসর বসানো হয়েছিল, সেখানে পুলিশের অজান্তে কাড়া লড়াইয়ের অনুষ্ঠান হলো কীভাবে ? কেন পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এলাকাবাসী প্রশ্ন তুলেছে ।
এই বিষয়ে মৃতের আত্মীয় বলেন, ‘আমার কাকামণি মারা গেছে। আমার পিসির ছেলে এসে খবর দেয়। এসে দেখি মারা যায়। শুনেছি মোষের লড়াই হচ্ছিল। সেই লড়াই দেখার জন্য প্রচুর মানুষ জমা হয়েছিল। লড়াই শেষের পর আমার কাকা সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তখনই একটি মোষের আক্রমণে প্রাণ যায়।’