Purulia Suicide: স্নান করতে গিয়েছিলেন, ফিরে এসে স্ত্রী ও ভাইকে দেখে স্থবির হয়ে গেলে ব্যক্তি
Purulia Suicide: পরিবার সূত্রে জানা যাচ্ছে, স্বামী আস্তিক মণ্ডলের ভাই চন্দনের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার। এর আগে দু'জনে একবার বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাঁদের বুঝিয়ে ফেরত আনা হয়।
পুরুলিয়া: স্বামী স্নান করতে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকিতেও সাড়া মেলেনি। খবর দিয়েছিলেন থানায়। জানালার কিছুটা ফাঁক দিয়ে দেখতেই বুঝতে পারেন বিপদ ঘটেছে। একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন তাঁর ভাই ও স্ত্রী। দেওর ও বৌদির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। মৃতের নাম চন্দন মণ্ডল (৩৫) ও রিয়া মণ্ডল (২৫)। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, স্বামী আস্তিক মণ্ডলের ভাই চন্দনের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার। এর আগে দু’জনে একবার বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাঁদের বুঝিয়ে ফেরত আনা হয়। পরিবারের সদস্যরা তাঁদের কথা জানতেন। বুঝিয়ে সংসারে ফেরানো হয়েছিল তাঁদের। আস্তিক ও রিয়ার চার বছরের মেয়েও রয়েছে। এদিকে, চন্দনেরও স্ত্রী ও সন্তান রয়েছে। তবুও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেড়ে বের হতে পারছিলেন না রিয়া ও চন্দন। এই নিয়ে পরিবারে অশান্তি ছিল।
রবিবার সকালে আস্তিক স্নান করতে গিয়েছিলেন। তাঁদের বাড়ি ফাঁকা ছিল। ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে তিনি থানায় খবর দেন। তবে পুলিশ আসার আগেই জানালার ফাঁক দিয়ে তিনি দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে পুলিশ এসে দু’জনের দেহ উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।