Train problem: প্যান্টোগ্রাফ ভেঙে আসানসোল-আদ্রা লাইনে বন্ধ ট্রেন চলাচল, সমস্যায় যাত্রীরা

Asansol-Adra Section: শুক্রবার সকালে জয়চন্ডী পাহাড় স্টেশনের অদূরে আসানসোল রাঁচি মেমু প্যাসেঞ্জারের প্যান্টোগ্রাফ হঠাৎ করে ভেঙে যাওয়ায় এই রুটের সমস্ত ট্রেন বন্ধ হয়ে যায়।

Train problem: প্যান্টোগ্রাফ ভেঙে আসানসোল-আদ্রা লাইনে বন্ধ ট্রেন চলাচল, সমস্যায় যাত্রীরা
ট্রেনের প্যান্টোগ্রাফ মেরামতির কাজ চলছে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2022 | 1:44 PM

আদ্রা: কোথাও প্যান্টোগ্রাফ ভাঙল, তো কোথাও ছিঁড়ল ওভারহেডের তার। এই জোড়া বিপর্যয়ে শুক্রবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ রেলপথে। শুক্রবার সকালে আসানসোল রাঁচি মেমু প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় শেষ পাওয়া খবর অবধি এখনও সেখানে মেরামতির কাজ চলছে। অন্য় দিকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-হলদিয়া শাখায় রাজগোদার কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটে সকালে। এখনও অবশ্য ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুটি ঘটনার জেরেই ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের।

লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় আদ্রা আসানসোল রেলপথে বন্ধ ট্রেন চলাচল। শুক্রবার সকালে জয়চন্ডী পাহাড় স্টেশনের অদূরে আসানসোল রাঁচি মেমু প্যাসেঞ্জারের প্যান্টোগ্রাফ হঠাৎ করে ভেঙে যাওয়ায় এই রুটের সমস্ত ট্রেন বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা। রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে আসানসোল-আদ্রা মেমু, আসানসোল হলদিয়া এক্সপ্রেস, পুরুলিয়া-বর্ধমান মেমু সহ বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। এর জেরে ওই লাইনে বেশ কিছু ট্রেনও বাতিল হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও কর্মচারীরা। সেখানে এখনও মেরামতির কাজ চলছে। ওই লাইন দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

দেবুলাল গড়াই নামের এক যাত্রী বলেছেন, “আমি রোগী নিয়ে বর্ধমান যাচ্ছিলাম। সেখানে ডাক্তার দেখাব। কিন্তু ট্রেন তো বন্ধ হয়ে গিয়েছে। দেখি কখন ঠিক হয়। এখনও কী করব বুঝতে পারছি না।” মলয় হালদার নামের অপর এক যাত্রী বলেছেন, “এই ট্রেনে যাচ্ছিলাম। কিন্তু এখনও ট্রেন বন্ধ। দুঘণ্টা ধরে আটকে রয়েছি। রাঁচী যেতে হবেই কাজ আছে। কী ভাবে যাব দেখি।”

অন্য় দিকে তমলুকের রাজগোদায় রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ঘটে। ঘটনার জেরে আটকে পড়েন যাত্রী ভর্তি ট্রেন। বহু মানুষ এই ট্রেন ধরে কর্মক্ষেত্রে উদ্দেশে রওনা দেন। তাঁরাও পড়েছেন সমস্যায়। রেলের আধিকারিকরা এসে দ্রুত মেরামতির কাজ শুরু করেন। প্রায় ঘণ্টা দুয়েক ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা  ১১টা নাগাদ ওই লাইন ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।