শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত পুরুলিয়া, মঞ্চে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ

শুভেন্দুর জনসভাকে কেন্দ্র করে জয়পুরে উত্তেজনার পারদ চড়ছে।

শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত পুরুলিয়া, মঞ্চে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 11:01 AM

পুরুলিয়া: আজ পুরুলিয়ায় (Purulia) বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)  জনসভা। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুহভেন্দুর সভামঞ্চে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।

বৃহস্পতিবার দুপুরে আর বিবি স্কুলের মাঠে জনসভা করার কথা রয়েছে বিজেপিনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির তরফে চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। অভিযোগ, তৃণমূল এই সভা নানাভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। বুধবার রাতেই সভামঞ্চে আগুন ধরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও দলীয় কর্মীদের সক্রিয়তায় তা রোখা যায়।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা অভিযোগ, “রাতেই জনসভার প্যান্ডেলে আগুন লাগানোর চেষ্টা হয়। তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা এই কাজ করেছে।”

আরও পড়ুন: ৯ বছরের শিশুর নগ্ন গলা কাটা দেহ উদ্ধার, রণক্ষেত্র জোড়াবাগান

অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রধান সড়কের উপরে প্রচুর সংখ্যক বিজেপি কর্মীর মাঝে এই কাজ করা কখনই সম্ভব নয়। চক্রান্ত করে বিজেপির পক্ষে এই প্রচার চালানো হচ্ছে তৃণমূলকে হেয় করার জন্য।” সবে মিলে শুভেন্দুর জনসভাকে কেন্দ্র করে জয়পুরে উত্তেজনার পারদ চড়ছে।