Parliament Security Breach: নীলাক্ষর NGO-র সঙ্গে যোগ বাঘমুণ্ডির কোচিং সেন্টারের? সামনে নয়া তথ্য
Purulia: এই পাঠচক্রের দায়িত্বে যিনি, সেই বিশ্বপতি কুইরি জানান, এনজিওতে কাজ করার সুবাদে নীলাক্ষর সঙ্গে তাঁর আলাপ হয়। তবে সেটা ফোনে ফোনেই হয়। এরপরই তাঁকে আদিবাসী অধ্যুষিত এলাকায় কোচিং করানোর জন্য বলা হয়েছিল।
পুরুলিয়া: সংসদে স্মোক বম্ব নিয়ে ঢুকে পড়ার ঘটনায় ইতিমধ্যেই বঙ্গযোগের ইঙ্গিত মিলেছে। হালিশহরের ছেলে নীলাক্ষ আইচ দিল্লি পুলিশের নজরে। অভিযোগ, তাঁর একটি এনজিও আছে। এবার সেই এনজিওর একটি কোচিং সেন্টারের খোঁজ মিলছে পুরুলিয়ায়। সংসদে গত বুধবার যে ঘটনা ঘটে, তার অন্যতম অভিযুক্ত ললিত ঝাঁ ঘটনার একটি ভিডিয়ো পাঠান নীলাক্ষকে। হোয়াটস অ্যাপে তা পাঠান। দিল্লি পুলিশের নজরে রয়েছে গ্রামবাংলার এনজিও সাম্যবাদী সুভাষ সভা। অভিযোগ, এই এনজিওর সঙ্গেই যোগাযোগ রয়েছে নীলাক্ষর।
আর এই এনজিওরই একটি কোচিং সেন্টারের খোঁজ পাওয়া যাচ্ছে পুরুলিয়ায়। বাঘমুণ্ডি থানার তুনতুড়ি গ্রামে সাম্যবাদী সুভাষ সভার একটি পাঠকক্ষ রয়েছে বলে জানা গিয়েছে। যদিও গ্রামের লোকজন এ নিয়ে বিশেষ কিছুই বলতে চাননি। তবে গ্রামের এক প্রান্তে এক চালার একটি ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে বেশ কয়েকজন ছেলেমেয়ে কোচিং করতেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, গত ১৫ দিন ধরে সেখানে কারও দেখা পাওয়া যায়নি। তবে একটি হাজিরার খাতায় লেখা ‘সুভাষ পাঠচক্র’। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েকজন স্থানীয় যুবক এখানে পড়ান। বাইরে থেকে কাউকে আসতে দেখেননি তাঁরা। এদিকে এই পাঠচক্রের দায়িত্বে যিনি, সেই বিশ্বপতি কুইরি জানান, এনজিওতে কাজ করার সুবাদে নীলাক্ষর সঙ্গে তাঁর আলাপ হয়। তবে সেটা ফোনে ফোনেই হয়। এরপরই তাঁকে আদিবাসী অধ্যুষিত এলাকায় কোচিং করানোর জন্য বলা হয়েছিল। তবে বিশ্বপতি জানান, নীলাক্ষ কোনওদিনই এখানে আসেননি। অন্যদিকে বিশ্বপতির জ্যেঠু নীলকণ্ঠ কুইরি বলেন, “বিশ্বপতি তো মানুষের সেবায় নানা কাজই করে। গ্রামে কিছুদিন পড়াত। তবে বাইরে কার সঙ্গে কী কাজ করত তা বলা সম্ভব নয়।”