Rajdhani Express: রাজধানী এক্সপ্রেসের শৌচাগারে মিলল রহস্যময় প্যাকেট
ওই এক্সপ্রেস ট্রেন চক্রধরপুর স্টেশনে আসার পর যাত্রীরা দেখতে পান ১০ নম্বর এসি ৩ টায়ার কামরার বাথরুমের ওপরে অংশে বেশ কয়েকটি প্যাকেট দেখতে পায়। সঙ্গে সঙ্গেই কর্তব্যরত টিটিকে গোটা ঘটনা জানান যাত্রীরা। পুরুলিয়া স্টেশনের স্টেশন ম্যানেজারকেও বিষয়টি নিয়ে অবহিত করা হয়। খবর যায় রেল পুলিশ ও জিআরপি-র কাছেও।
পুরুলিয়া: রাজধানী এক্সপ্রেসের শৌচাগার থেকে উদ্ধার হল রহস্যময় প্যাকেট। ২০৮১৭ ভুবনেশ্বর- নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসে সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। এই ঘটনা ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ওড়িশা থেকে দিল্লির যোগাযোগ রক্ষাকারী ওই এক্সপ্রেস ট্রেন চক্রধরপুর স্টেশনে আসার পর যাত্রীরা দেখতে পান ১০ নম্বর এসি ৩ টায়ার কামরার বাথরুমের ওপরে অংশে বেশ কয়েকটি প্যাকেট দেখতে পায়। সঙ্গে সঙ্গেই কর্তব্যরত টিটিকে গোটা ঘটনা জানান যাত্রীরা। পুরুলিয়া স্টেশনের স্টেশন ম্যানেজারকেও বিষয়টি নিয়ে অবহিত করা হয়। খবর যায় রেল পুলিশ ও জিআরপি-র কাছেও।
এর পর পুরুলিয়া স্টেশনের দু’নম্বর প্লাটফর্মে ট্রেনটি এলে বি১০ কামরার বাথরুম থেকে পাঁচটি প্যাকেট উদ্ধার করে রেল পুলিশ ও জিআরপি। প্রায় ৪০ মিনিট পর পুরুলিয়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এই ভাবে কোনও নেশা জাতীয় কোনও দ্রব্য পাচার করছিল পাচারকারীরা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
এই ঘটনা নিয়ে পুরুলিয়ার স্টেশন ম্যানেজার অশোক কুমার মাঝি বলেছেন, “চক্রধরপুর আসার পর যাত্রীরা ওই প্যাকেটগুলি দেখতে পায়। রহস্যজনক জিনিস পাওয়া গিয়েছে। পুরুলিয়া স্টেশন আসার পর রেলপুলিশ তা উদ্ধার করেছে।”