সর্বশিক্ষা মিশনের টাকা ‘নয়ছয়’, ৫ বছর পেরলেও ইউনিফর্ম পেল না পড়ুয়ারা!
Purulia: পুরুলিয়া ১ নং ব্লকের প্রত্যন্ত এলাকায় অবস্থিত হল পিচাশী হাই স্কুলটি। এলাকার বেশ কয়েকটি গ্রামের পড়ুয়ারা নির্ভরশীল এই বিদ্যালয়টির উপর। প্রায় পঞ্চাশ বছরের প্রাচীন হলেও এই স্কুলটির হতশ্রী চেহারা সহজেই চোখে পড়ে।
পুরুলিয়া: এক বা দুবছর নয়। টানা পাঁচ বছর স্কুল ইউনিফর্ম থেকে বঞ্চিত রয়েছে পুরুলিয়ার পিচাশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উঠে আসছে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সর্বশিক্ষা মিশনের আওতায় সরকার পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল ইউনিফর্ম সরবরাহ করে থাকে। অথচ দরিদ্র এলাকায় অবস্থিত পিচাশী গ্রামের স্কুলটিতে পড়ুয়ারা বঞ্চিত রয়েছে নিজেদের অধিকার থেকে অভিযোগ এমনটাই। পড়ুয়াদের অভিযোগ, পঞ্চম শ্রেণিতে শেষ ইউনিফর্ম পেয়েছিল তারা। তারপর মাধ্য়মিক পাশ করে গেলেও দেখা মেলেনি ইউনিফর্মের। পিচাশী স্কুলের এক ছাত্রের কথায়, “আমরা সেই ক্লাস ফাইভে থাকতে ইউনিফর্ম পেয়েছিলাম। তারপর থেকে আর ড্রেস পাইনি। আমরা খুব গরিব। এই ড্রেসের টাকা কোথা থেকে জোগাড় করব! হেডস্যারকে বলেও কোনও লাভ হয়নি। এখন তো মাধ্য়মিকও পাশ করে গেলাম।”
পুরুলিয়া ১ নং ব্লকের প্রত্যন্ত এলাকায় অবস্থিত হল পিচাশী হাই স্কুলটি। এলাকার বেশ কয়েকটি গ্রামের পড়ুয়ারা নির্ভরশীল এই বিদ্যালয়টির উপর। প্রায় পঞ্চাশ বছরের প্রাচীন হলেও এই স্কুলটির হতশ্রী চেহারা সহজেই চোখে পড়ে। সম্প্রতি ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে এই বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ প্রায় পাঁচ বছর এখানে কোন স্কুল ইউনিফর্ম দেওয়া হয়নি। মিড ডে মিল নিয়েও রয়েছে একগুচ্ছ অভিযোগ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান অভিযোগের কথা স্বীকার করে দোষ চাপাচ্ছেন ম্যানেজিং কমিটির দিকে। অন্যদিকে ম্যানেজিং কমিতির সভাপতি জলেশ্বর মাহাতো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরাসরি তহবিল তছরূপের অভিযোগ তুলেছেন। এরমধ্যেই নিজের পদ থেকে ইস্তফাও দিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জলেশ্বর মাহাতর কথায়, “জয়েন্ট একাউন্টে টাকা ছিল। প্রায় ২ লক্ষ টাকা আমার নামে জাল সই করে তুলে নিয়েছেন প্রধান শিক্ষক। সেই কথা আমার কাছে স্বীকারও করেছেন তিনি।” অন্যদিকে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল মান্নানের অভিযোগ, জলেশ্বর মাহাত নিজেই সব টাকা আত্মসাত্ করেছেন। পিচাশী হাই স্কুলে টিচার ইন চার্জের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগের কথা পৌঁছে গেছে পুরুলিয়ার মাধ্যমিক স্কুল পরিদর্শক পীযুষ কান্তি বেরার কাছেও। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। টাকা তছরূপ হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিদর্শক। আরও পড়ুন: টিভি নাইন বাংলার খবরের জের! অশোকনগর টিকা-কাণ্ডে বৈঠক জেলা প্রশাসনের