Forward Bloc: ‘পৌরসভা নির্বাচনে বামেরা লড়বে একা। কোনও জোট হবে না!’ সাফ জানালেন নরেন চট্টোপাধ্যায়

Purulia: তিনি আরও বলেন, "বিধানসভা নির্বাচনে বামেদের পরাজয় থেকে শিক্ষা নিতেই হবে। ফরওয়ার্ড ব্লক আদর্শে বিশ্বাসী । তাই বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের অবস্থান সাফ জানিয়ে দিয়েছেন।"

Forward Bloc: 'পৌরসভা নির্বাচনে বামেরা লড়বে একা। কোনও জোট হবে না!' সাফ জানালেন নরেন চট্টোপাধ্যায়
ফরওয়ার্ড ব্লকের সমাবেশ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 6:13 PM

পুরুলিয়া: সামনেই পুরোসভা ভোট। ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে সব দলের প্রার্থী তালিকা। প্রতিটি দলের তরফে ভোট প্রচারে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এর মধ্যে ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, “পৌরসভা নির্বাচনে বামেরা লড়বে একা। জোট হবে না কংগ্রেস বা এ আই এস এফ এর সঙ্গে।”

আজ যুব লীগের রাজ্য সম্মেলনের ঝালদা হাট বাগান ময়দানের সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেনবাবু বলেন, “জেলার বড় দুটি শয়তান চোরকে হারিয়েছে এ জেলার মানুষ। বিধানসভা নির্বাচনে একজন কংগ্রেসের নেপাল মাহাতো। অন্যজন তৃণমূলের শান্তিরাম মাহাতো। তবু জয়পুর-বিধানসভায় একজন মীরজাফর থেকে গেছে বিজেপি দলের। বিধায়ক নরহরি মাহাতোর নাম না করে তাকে মীরজাফর বলে আখ্যা দিয়েছেন।

বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “কেন্দ্র সরকার দেশ বিক্রি করে দিচ্ছে। জল, জমি,খনি বিক্রি করার চেষ্টা চালাচ্ছে। রেল ব্যাংক-বীমা সব বিক্রি করে দিচ্ছে। বাড়ছে বেকারত্ব। দারিদ্র্য বাড়ছে। দেশের বিজ্ঞানীরা আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। সেই স্যাটেলাইট ব্যবহার করে কয়েকটি মোবাইল কোম্পানির ব্যবসায়ীরা চুটিয়ে ব্যবসা চালাচ্ছে।” পাশাপাশি তিনি বলেন, “এদিকে রাজ্য সরকার ও কম যায় না। ছেলেরা চাকরি পাচ্ছে না। মাকে ৫০০ টাকা খয়রাতি দিচ্ছে। এতে দারিদ্রতা দিন দিন বেড়েই চলেছে। তিনি জোর করে বলেন দিতেই যদি হয় তাহলে পরিবার প্রতি পনেরো হাজার টাকা করে দিক রাজ্য সরকার। পারবে না কেউই পারবে না। তাই এই নীতির বিরুদ্ধে আজকে এক ঐক্য বদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

এরপর এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে বামেরা একা লড়বে। কংগ্রেস বা আইএসএফ এর সঙ্গে কোনও জোট হবে না। বিধানসভা নির্বাচনে বামেদের পরাজয় থেকে শিক্ষা নিতেই হবে। ফরওয়ার্ড ব্লক আদর্শে বিশ্বাসী । তাই বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের অবস্থান সাফ জানিয়ে দিয়েছেন।” নরেনবাবু বলেন এরপরেও বামফ্রন্টের কোনও শরীক দল কংগ্রেস এর সঙ্গে জোট করার কথা ভাবলে ফরওয়ার্ড ব্লক নিজের মতো করে ভাববে । এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুব নেতা দেবরঞ্জন মাহাতো প্রমুখ।

প্রসঙ্গত, ছোট লালবাড়ির লড়াইয়ের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করেছে। ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে। ২২ ডিসেম্বরের মধ্যে ভোটপর্ব সম্পূর্ণ করবে কমিশন। যদি কোথাও পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা থাকে তা হলে তা ২০ ডিসেম্বর হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। ভোটের ফল প্রকাশ হতে পারে সম্ভবত ২১ ডিসেম্বর।

৪ হাজার ৭৪২টি মূল পোলিং বুথ রয়েছে। সঙ্গে রয়েছে ৩৮৫টি অক্সিলারি পোলিং বুথ। ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন ভোটার রয়েছে। বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার দিন শুরু হয়ে গিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর। স্ক্রুটিনি হবে ২ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।