Train: চলন্ত ট্রেন থেকে পড়িমরি ঝাঁপ মহিলার, দেখাদেখি লাফ আরও একজনের… তারপর?

Purulia: আগেপিছু না ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন প্রথমে একজন। তাঁর দেখাদেখি আরেকজন। একজন ছিটকেে পড়লেন প্ল্যাটফর্মে। আরেকজন আটকে গেলেন ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে।

Train: চলন্ত ট্রেন থেকে পড়িমরি ঝাঁপ মহিলার, দেখাদেখি লাফ আরও একজনের... তারপর?
সেই ছবি। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2021 | 6:47 PM

পুরুলিয়া: ট্রেন (Train) চলতে শুরু করেছে। প্ল্যাটফর্ম প্রায় ছাড়বে ছাড়বে, এমন অবস্থায় দুই মহিলা যাত্রী অনুধাবন করলেন তাঁরা ভুল ট্রেনে উঠে পড়ছেন। কী করবেন এখন। আগেপিছু না ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন প্রথমে একজন। তাঁর দেখাদেখি আরেকজন। একজন ছিটকেে পড়লেন প্ল্যাটফর্মে। আরেকজন আটকে গেলেন ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে। প্ল্যাটফর্মে কর্মরত নিরাপত্তারক্ষীর তৎপরতায় বাঁচল প্রাণ। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনে (Purulia Station)।

সোমবার বিকাল। পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেস (Anand Bihar Express)। ট্রেনে ভিড় ভালই। হঠাৎই দেখা গেল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পড়লেন এক মহিলা। আটপৌরে শাড়ি পরিহিত মহিলা ছিটকে পড়লেন প্ল্যাটফর্মে। সবাই হইহই করতে শুরু করেছেন। কয়েক সেকেন্ডের ব্যবধান। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন আরও এক মহিলা। কিন্তু তাঁর শরীর আটকে গেল প্ল্যাটফর্ম আর ট্রেনের ঠিক মধ্যিখানে। কোনওভাবে নিজেকে ছাড়াতে পারছেন না তিনি। ঘষা খাচ্ছে গা। শিউরে ওঠেন যাত্রী ও প্ল্যাটফর্মে থাকা মানুষজন।

তার মধ্যে আবার বিপজ্জনক ভাবে পড়ে থাকা মহিলাকে সাহায্য করার চেষ্টা করেন যাত্রীদের কেউ কেউ। তাঁদের মধ্যে একজন যাত্রীও প্রায় পড়ে যেতেন। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। সবাই রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এমন সময় দেখা গেল ওই মহিলার দিকে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন এক আরপিএফ কর্মী। বাবলু কুমার নামে ওই আরপিএফ কর্মী প্রায় ঝাঁপিয়ে পড়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে আটকে থাকা মহিলাকে এক ঝটকায় টেনে ওপরে তোলেন। ততক্ষণে ছুটে এসেছেন বেশ কিছু মানুষজন।

এর পর দুই মহিলার প্রাথমিক চিকিৎসা করা হয়। রেল সূত্রে খবর, প্রাথমিক শুশ্রূষার পর তাঁরা সুস্থ এখন। অন্যদিকে সামান্য চোট পেয়েছেন আরপিএফ কর্মীও। জানা গিয়েছে ওই দুই মহিলাই ঝালদার বাসিন্দা। তাঁরা অন্য ট্রেনে উঠতে গিয়ে ভুল করে সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেসে উঠে পড়েছিলেন। ট্রেন ছাড়ার পর নিজেদের ভুল বুঝতে পেরে মরিয়া হয় ঝাঁপ দেন। আর তার পরেই এই ঘটনা। ওই আরপিএফ কর্মীর কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী ও রেল আধিকারিকরা। পাশাপাশি কেন এভাবে ঝাঁপ দিতে গেলেন, তা নিয়েও দুই মহিলাকে খানিক বকাবকি করেন রেল আধিকারিকরা। আর একটু হলেই যে ঘটে যেত বড় দুর্ঘটনা। ভাগ্যিস দৌড়ে এসেছিলেন বাবলু কুমার।

আরও পড়ুন: Marriage Ceremony: ভাঙল প্রাচীন রীতি, চন্দননগরে চার হাত এক করলেন মহিলা ‘পুরুত’ অনীতা মুখোপাধ্যায় 

আরও পড়ুন: Kolkata Sikh Woman Married to Pakistani: স্বামীর সঙ্গে পাকিস্তানে গিয়ে লাহোরের যুবককে বিয়ে করলেন কলকাতার শিখ মহিলা