Kamarkundu Railway Flyover: মমতার উদ্বোধনে ক্ষোভ! ফের কামারকুন্ডুর উড়ালপুলের উদ্বোধন রেলের, থাকছেন শুভেন্দু

Kamarkundu Railway Flyover: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই তৈরি হয় তীব্র চাপান-উতর। রেল-রাজ্য যৌথ ভাবে ব্রিজ তৈরি হলেও উদ্বোধনে রেলকে ডাকা কেন হলনা? প্রশ্ন তোলেন বিজেপি নেতারা।

Kamarkundu Railway Flyover: মমতার উদ্বোধনে ক্ষোভ! ফের কামারকুন্ডুর উড়ালপুলের উদ্বোধন রেলের, থাকছেন শুভেন্দু
ছবি - বাড়ছে রাজনৈতিক চাপানউতর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2022 | 5:50 PM

কামারকুন্ডু: জুনের ৩ তারিখ হুগলীর কামারকুন্ডুতে রেল উড়লপুলের (Kamarkundu Railway Flyover) ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু তাতে ডাক পড়েনি রেল কর্তাদের। এবার মমতার উদ্বোধনের পর ফের অফিসিলিয়ালি এই উড়ালপুলের উদ্বোধন করতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Leader of Opposition Shuvendu Adhikari)। তাঁর উপস্থিতিতেই দিল্লি থেকে ভার্চুয়ালি ফের কামারকুন্ডু রেল ব্রিজের উদ্বোধন করবেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যা নিয়েই রাজনৈতিক মহলের পাশাপাশি প্রশাসনিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা। 

এদিকে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় গেরুয়া শিবিরের তরফে। রেল-রাজ্য যৌথ ভাবে ব্রিজ তৈরি হলেও উদ্বোধনে রেলকে ডাকা হয়নি কেন? প্রশ্ন তোলেন পদ্ম নেতারা।  মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পর বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আবার উদ্বোধন হবে উড়ালপুলের। এদিকে এদিন আবার আন্তর্জাতিক লেভেল ক্রশিং সচেতনতা সপ্তাহ পালন করল পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে। রিষড়া স্টেশনে পূর্ব রেলে হাওড়া ডিভিশনের ডিআরএম মনিশ জৈন এক অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে ডিআরএমকে কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধনের বিষয়ে প্রশ্ন করা হলে ডিআরএম জানান, “কামারকুন্ডু ব্রিজ কাল উদ্বোধন হবে তাই কাল কথা হবে”। 

একইসঙ্গে কামারকুন্ডুতে রেলের যত আপগ্রেডেশনের কাজ হয়েছে সেগুলিরও কাল উদ্বোধন হবে বলে জানিয়েছেন ডিআরএম। এদিকে মমতার উদ্বোধনের পর ফের রেলের উদ্বোধন নিয়ে আগেই তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের দাবি, এ আচরণ থেকে স্পষ্ট রেল আদপে বিজেপির একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে। অন্যদিকে রেলের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও সাংসদ অপরূপা পোদ্দারকে আমন্ত্রণের কথাও শোনা গিয়েছিল। তবে তারা রেলের অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গিয়েছে। এদিকে কামারকুন্ডুর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দুর উপস্থিতি নিয়ে নতুন করে শুরু হয়েছে জোরদার চর্চা।