‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে বেরিয়ে ফিরল তৃণমূল নেতার নিথর দেহ
পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয় মৃতদেহ। কীভাবে এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশা পরিবারের।
দক্ষিণ ২৪ পরগনা: ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচিতে বেরিয়েছিলেন। পরদিন ভোরে স্থানীয় পুকুর থেকে উদ্ধার হল মৃতদেহ। মৃতের নাম সুবীর ঘোষ (৬৩)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর (Baruipur) থানা এলাকার মদারাট গ্রামপঞ্চায়েতের আটঘরায়। মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: পিকে দলের ভাল চাইছে নাকি বিভাজন! তোপ বৈশালীর
সুবীরবাবু স্থানীয় বুথ সভাপতি ছিলেন। সোমবার বিকেলে দলীয় কাজে বের হন। রাতে স্ত্রী উমাদেবী ফোন করলে তাঁকে জানিয়েছিলেন এলাকায় একটি চায়ের দোকানে রয়েছেন। খুব শিগগিরিই বাড়ি ফিরছেন। কিন্তু রাত বাড়লেও বাড়ি ফেরেননি। এরপর বারবার স্ত্রী ফোন করলেও যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন: অভিমানী মমতা: সবকিছু করুন, আমাকে দু:খ দেবেন না
রাতেই পরিচিতদের ফোন করেন উমাদেবী। ছুটে আসেন প্রতিবেশীরাও। সকলে মিলে খোঁজ শুরু করেন। গভীর রাতে পাড়ার ছেলেরা ওই ব্যক্তির বাড়ি লাগোয়া একটি পুকুরের ধারে স্বাস্থ্যসাথীর কাগজ ও জুতো পড়ে থাকতে দেখেন। ভোরবেলায় ওই পুকুরে জাল ফেলে শুরু হয় তল্লাশি। সেখানেই মেলে মৃতদেহ।