Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arms Recovered: অস্ত্র-সহ নগদ টাকা উদ্ধার, পুলিশি অভিযানে গ্রেফতার একাধিক

Arms Recovered: গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ ও কুলতলি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

Arms Recovered: অস্ত্র-সহ নগদ টাকা উদ্ধার, পুলিশি অভিযানে গ্রেফতার একাধিক
কুলতলিতে অস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 4:13 PM

দক্ষিণ ২৪ পরগনা: অভিযান চালিয়ে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করল বারুইপুর পুলিশ। গত কয়েকদিন ধরে অস্ত্র কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বারুইপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ ও কুলতলি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। কুন্দখালি-গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার ট্যাংরাবিচি এলাকার বাসিন্দা দীনবন্ধু হালদারকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি ওয়ান সাটার পাইপগান,১ টা মোবাইল ও নগদ ৩১ হাজার টাকা। পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে, ওই আগ্নেয়াস্ত্রগুলি দুষ্কৃতীদের বিক্রি করার জন্যই এনেছিল। ২০২০ সালে দীনবন্ধু হালদার আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে কুলতলি থানার পুলিশের হাতে ধরা পড়েছিল। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

ব্যাগ ভর্তি বোমার হদিশ মেলে দক্ষিণ ২৪ পরগনা মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পানিখালিতে। কয়েকদিন আগে সেখানে সর্দার পাড়ায় বাড়ির মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরণ ঘটায় মৃত্যু হয়েছিল ফারুক সর্দার নামের এক যুব তৃণমূল কর্মীর। এই ঘটনায় হায়দার গাজি নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে।

গত ৭ তারিখ অর্থাৎ বুধবার তল্লাশি চালিয়ে বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করছে বাসন্তী থানার পুলিশ। ওই দু’জন সম্পর্কে দুই ভাই বলেই খবর। অভিযুক্ত দু’জনের নাম শুভেন্দু মণ্ডল ও সুশান্ত মণ্ডল। এদিন, রাত্রিবেলা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আইসি আবদুর রব খানের নেতৃত্বে বিশালপুলিশ বাহিনী তল্লাশি চালায় গোটা এলাকায়।

পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ৬ নম্বর সোনাখালীর বাসিন্দা শুভেন্দু মণ্ডলের বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুত রাখা রয়েছে। এমন খবর পাওয়া মাত্র বাসন্তী থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ শুভেন্দু মণ্ডলের বাড়িতে হানা দেয়। তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করে অভিযুক্ত। পাশপাশি এও জানায় ওই অস্ত্রগুলি সে তার ভাই সুশান্ত মণ্ডলের কাছে রাখতে দিয়েছে। বেআইনি অস্ত্র ও বোমার বিরুদ্ধে তল্লাশি জারি থাকবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: তাঁর হোটেলেই তৈরি হয়েছিল খুনের ‘ব্লু প্রিন্ট’? ঝালদার কাউন্সিলর খুনে সিবিআই-এর প্রথম গ্রেফতারি

আরও পড়ুন:  রক্তমাখা কাপড়ের টুকরো, চাদরে বীর্যের নমুনা! হাঁসখালিকাণ্ডে এবার পুলিশের হাতে বিস্ফোরক ‘ক্লু’