Awas Yojona: আবাস কেলেঙ্কারি! তৃণমূলের দুই বুথ সভাপতির নাম থাকায় জোর চর্চা
Awas Yojona: অন্যদিকে বাঘডাঙা এবং কুসুমতলা এলাকায় কাচা বাড়িতে বসবাসকারী মৎস্যজীবী পরিবারের বহু মানুষের নাম নেই তালিকায়। তাঁদের অনেকেই আবার বিরোধী দলের সমর্থক হওয়ায় তালিকায় নাম তোলা হয়নি বলে অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনা: বাংলা আবাস যোজনার তালিকায় এবার তৃণমূলের দুই বুথ সভাপতির নাম থাকায় জোর চর্চা শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায়। মৌসুনি দ্বীপের বাগডাঙা এলাকার বাসিন্দা রতন মণ্ডল এবং কুসুমতলা এলাকার বাসিন্দা বংশীবিহারী মন্ডলের পাকা বাড়ি থাকলেও কাচা বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলানোর অভিযোগ উঠেছে। এমনকি আবাসের চূড়ান্ত তালিকায় তৃণমূলের এই দুই বুথ সভাপতির নাম অনুমোদনও হয়ে গেছে বলে প্রশাসন সূত্রের খবর।
অন্যদিকে বাঘডাঙা এবং কুসুমতলা এলাকায় কাচা বাড়িতে বসবাসকারী মৎস্যজীবী পরিবারের বহু মানুষের নাম নেই তালিকায়। তাঁদের অনেকেই আবার বিরোধী দলের সমর্থক হওয়ায় তালিকায় নাম তোলা হয়নি বলে অভিযোগ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন এই দ্বীপের বাসিন্দাদের সবথেকে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। এই পরিস্থিতিতে আবাস যোজনার তালিকায় নাম না থাকার কারণে ক্ষোভ বাড়ছে সুন্দরবনের এই দীপাঞ্চল এলাকার বাসিন্দাদের। তবে মৌসুনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল উপপ্রধান তালিকা তৈরিতে ভুলের কথা স্বীকার করে নিয়েছেন।
কাকদ্বীপের মহকুমাশাসক মধুসূদন মণ্ডল জানিয়েছেন, পাকা বাড়ির বাসিন্দা হলে সুপার চেকিংয়ে নাম বাতিল হবে। কাঁচা বাড়ির বাসিন্দারা আবেদন করলে পরে তালিকাভুক্ত হবে।