Hakimul Islam Security: রাজ্যের নিরাপত্তা পেলেন আরাবুল-পুত্র, সবসময় সঙ্গে থাকবে সশস্ত্র পুলিশ

Bhangar Violence: পঞ্চায়েত ভোটের সময়ে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ভাঙড়ে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই পরিস্থিতির কথা ভেবেই তৃণমূলের যুব নেতা হাকিমুল ইসলামের জন্য সশস্ত্র পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করল রাজ্য প্রশাসন।

Hakimul Islam Security: রাজ্যের নিরাপত্তা পেলেন আরাবুল-পুত্র, সবসময় সঙ্গে থাকবে সশস্ত্র পুলিশ
হাকিমুল ইসলামImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 7:45 PM

ভাঙড়: পঞ্চায়েত ভোট পর্বে বার বার অশান্ত হয়েছে ভাঙড়। রক্তপাত হয়েছে। মৃত্যু হয়েছে। আর এসবের মধ্যেই এবার নিরাপত্তা পেলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। রাজ্যের তরফে নিরাপত্তা দেওয়া হচ্ছে আরাবুল-পুত্রকে। এবার থেকে হাকিমুলের সঙ্গে থাকবেন রাজ্য আর্মড পুলিশের একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। উল্লেখ্য, এবার পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের আসন থেকে জয়ী হয়েছেন হাকিমুল ইসলাম। একে তো শাসক দলের দাপুটে নেতার ছেলে, তার উপর নিজেও শাসক দলের যুব নেতা। এমন অবস্থায় বিগত দিনগুলিতে একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছিল হাকিমুলকে। পঞ্চায়েত ভোটের সময়ে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ভাঙড়ে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই পরিস্থিতির কথা ভেবেই তৃণমূলের যুব নেতা হাকিমুল ইসলামের জন্য সশস্ত্র পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করল রাজ্য প্রশাসন।

শুধু হাকিমুলের জন্যই নয়, এর পাশাপাশি দুই তৃণমূল নেতা খইরুল ইসলাম ও আহসান মোল্লার জন্যও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এদের প্রত্যেকের সঙ্গেই রাজ্য পুলিশের একজন সশস্ত্র কর্মী থাকবেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পুলিশি নিরাপত্তার বিষয়ে হাকিমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। বলছেন, ‘প্রকাশ্যে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের মেরে দেওয়ার কথা বলা হচ্ছে। প্রকাশ্যে আইএসএফ-এর গুন্ডাবাহিনী আমাদের ধমকাচ্ছে। সেই কারণে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। প্রশাসন যা ভাল মনে করেছে, তা করেছে।’

উল্লেখ্য, এর আগে পঞ্চায়েত ভোট ঘিরে বার বার তপ্ত হয়েছিল পরিস্থিতি। আইএসএফ ও তৃণমূলের মধ্যে বারংবার সংঘর্ষের অভিযোগ উঠেছিল। দু’পক্ষেরই রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। ভোট গণনার পরেও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ১৪৪ ধারা জারি করতে হয়েছিল। আর এসবের মধ্যেই আরাবুল-পুত্র সহ আরও দুই তৃণমূল নেতার জন্য সশস্ত্র পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হল।