বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুই যুবককে কুপিয়ে ‘খুন’!
তাঁদের ফাঁকা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় নেত্তাউদ্দিন খান নামে এক যুবকের নাম উঠে আসছে।
ভাঙড়: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ভাঙড়ের (Bhangor) বানিয়াড়া এলাকায়। তদন্তে পুলিশ। মৃতদের নাম রবিউল ইসলাম ও লাল্টু মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে রবিউল ও লাল্টুকে ডেকে নিয়ে গিয়েছিলেন কয়েক জন যুবক। ডাক পেয়ে তাঁরাও তড়িঘড়ি বেরিয়েও গিয়েছিলেন। অভিযোগ, এরপর তাঁদের ফাঁকা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় নেত্তাউদ্দিন খান নামে এক যুবকের নাম উঠে আসছে।
জানা যাচ্ছে, নেত্তাউদ্দিন গ্রামে ষাট্টা চালাতেন। ষাট্টাকেন্দ্রীক কোনও গণ্ডগোলের জেরেই এই খুন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। কাশীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নেত্তাউদ্দিন খান পলাতক, তবে তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ‘ছেলেকে আমার কোলে থেকে কেড়ে ঘরে ‘আত্মীয়’ ঢুকিয়ে দিতেন…’ বাড়ির মালকিনের কীর্তি ধরালেন প্রতিবেশীরা
মৃতদের পরিবার খুনের পিছনে কী কারণ থাকতে পারে, তার কোনও সূত্র দিতে পারছে না। পারিবারিক কোনও শত্রুতা ছিল না বলেই দাবি করেছেন পরিবারের সদস্যরা।