Canning: মা আর মায়ের প্রেমিককে নিয়ে কাকাকে লুঠ ভাইঝির! একটা সংখ্যার গরমিলেই পর্দাফাঁস
Canning: টাকার অঙ্ক নিয়ে বিমলের সঙ্গে তাঁরই ভাইঝি রাখি প্রামাণিকের কথায় অমিল ধরা পড়ে। চেপে ধরতে রাখির কথায় একাধিক অসঙ্গতি ধরে পড়ে। এরপর দফায় দফায় জেরা করা হয় তাকে। দীর্ঘ জেলায় রাখি ভেঙে পড়ে।
দক্ষিণ ২৪ পরগনা: মা আর মায়ের প্রেমিককে নিয়ে গোটা প্ল্যানিং করেছিলেন। কাকার টাকা লুঠবেন তিনি। তাও লক্ষ লক্ষ টাকা। তাই ভাইঝি পেতে ফেললেন মারাত্মক ফাঁদ। সেলুন দোকানের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনার তদন্তে নেমে বিস্ফোরক তথ্য উঠে এল পুলিশের হাতে। গ্রেফতার করা হয়েছে, মালিকের ভাইঝি, তাঁর মা ও তাঁর প্রেমিককে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলুন দোকানের মালিক বিমল প্রামাণিকের বাড়িতে সোমবার সন্ধ্যায় তিন জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, মাথায় হেলমেট ও গলায় কালো কাপড় বেঁধে বিমলের ভাইঝি রাখি প্রামাণিককে ধারাল অস্ত্র দেখিয়ে মুখ হাত-পা বেঁধে ঘরের মধ্যে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় ১০ লক্ষ টাকা, গয়না ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বিমলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাঁর সমস্ত উপর্জিত টাকা ব্যাঙ্কে না রেখে তিনি তাঁর বাড়ির আলমারিতেই রেখেছিলেন। ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে পুলিশ কর্মীরা তদন্ত শুরু করে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে থাকেন তদন্তকারীরা।
টাকার অঙ্ক নিয়ে বিমলের সঙ্গে তাঁরই ভাইঝি রাখি প্রামাণিকের কথায় অমিল ধরা পড়ে। চেপে ধরতে রাখির কথায় একাধিক অসঙ্গতি ধরে পড়ে। এরপর দফায় দফায় জেরা করা হয় তাকে। দীর্ঘ জেলায় রাখি ভেঙে পড়ে।
পুলিশ জানিয়েছে, জেরায় রাখি স্বীকার করে কাকার উপার্জিত টাকা হাতানোর জন্যই সে, তার মা ও মায়ের প্রেমিককে সঙ্গে নিয়ে এই ডাকাতি গল্প ফেঁদেছিল। এটা একটি ষড়যন্ত্র করা হয়েছিল।
রাখির মা সারথী হাড়োয়া থানা এলাকার পেশায় গাড়িচালক বাপি মোল্লার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। রাখি, তাঁর মা সারথী, তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।