Cyclone Dana: মোছেনি রেমাল ক্ষত, তারমধ্যেই দানার হানা, ভয় আর আতঙ্কের মধ্যে রাত জাগছে সাগর
Cyclone Dana: রাস্তাঘাটে কার্যত বনধের চেহারা। মানুষ শূন্য। অঝোরে বৃষ্টি হচ্ছে। আতঙ্ক আর চিন্তা গ্রাস করেছে সাধারণ মানুষকে। বারবার একাধিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছেন এই সাগরদ্বীপের বাসিন্দারা। কিন্তু রেমালের পর এখনও সেই ক্ষত মেরামত করা সম্ভব হয়নি। তার মধ্যেই যেন গোদের উপর বিষফোঁড়ার রূপ নিয়ে ধেয়ে আসছে দানা।
সাগরদ্বীপ: আবহাওয়া দফতর বলছে হাতে আর সময় বেশি নেই। দানার হানায় উত্তাল হবে সমুদ্র, ছারখার হতে পারে চারপাশ। কিন্তু, ঝড় আসার ২৪ ঘণ্টা আগে যেন সাগরদ্বীপের সমুদ্রপাড়ের কয়েক কিলোমিটার জুড়ে শুধুই নিস্তব্ধতা। সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ভিন রাজ্য থেকে বহু মানুষ এসেছিলেন কপিল মুনির আশ্রমে। তাদেরকে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
রাস্তাঘাটে কার্যত বনধের চেহারা। মানুষ শূন্য। অঝোরে বৃষ্টি হচ্ছে। আতঙ্ক আর চিন্তা গ্রাস করেছে সাধারণ মানুষকে। বারবার একাধিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছেন এই সাগরদ্বীপের বাসিন্দারা। কিন্তু রেমালের পর এখনও সেই ক্ষত মেরামত করা সম্ভব হয়নি। তার মধ্যেই ফের দানার ঝাপটার চিন্তা।
সন্ধ্যা থেকে রাতেও সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকিং পুলিশের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা, অযাচিত কারণে সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করা, মাটির বাড়ি ছেড়ে ফ্লাড সেন্টারে চলে যাওয়া, উপকূলবর্তী এলাকার বাড়িগুলিকে ছেড়ে দেওয়া সহ একাধিক বিষয় আবেদন এবং সতর্ক করে সমুদ্র তীরবর্তী এলাকায় মাইকে ঘোষণা পুলিশের। বারবার আসছে প্রশাসনের গাড়ি, সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে।