শরীর ডুবেছে জলে, মুখ উঁচিয়ে বাঁচার প্রয়াস! পশু-মানুষের পাশাপাশি অস্বিত্বরক্ষার লড়াইয়ে কপিলমুনির আশ্রমও

কোলে বাচ্চা নিয়ে দ্বিতীয় আস্তানার খোঁজে মা, জলের গ্রাস থেকে শেষ সম্বলকে আঁকড়ে ধরে রাখার প্রয়াস- ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডবে গঙ্গাসাগরের (Gangasagar) খণ্ডচিত্র ভয় ধরাল বাংলার বুকে।

শরীর ডুবেছে জলে, মুখ উঁচিয়ে বাঁচার প্রয়াস! পশু-মানুষের পাশাপাশি অস্বিত্বরক্ষার লড়াইয়ে কপিলমুনির আশ্রমও
কপিল মুনির আশ্রম ডুবুডুবু
Follow Us:
| Updated on: May 26, 2021 | 10:39 AM

গঙ্গাসাগর: সর্বাঙ্গ জলের নীচে। মুখটা উঁঁচিয়ে কোনওভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা। গবাদি পশুদের বেঁচে থাকার লড়াই চোখে জল আনছে। কোলে বাচ্চা নিয়ে দ্বিতীয় আস্তানার খোঁজে মা, জলের গ্রাস থেকে শেষ সম্বলকে আঁকড়ে ধরে রাখার প্রয়াস- ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডবে গঙ্গাসাগরের (Gangasagar) খণ্ডচিত্র ভয় ধরাল বাংলার বুকে।

Cyclone Yaas Update, Cyclone Yaas Latest News, Cyclone Latest News, Yaas Update, Kolkata Cyclone Yaas News

নিজস্ব চিত্র

গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম কার্যত জলের তলায়। সকাল পর্যন্ত আশ্রমেই পড়ে ছিলেন তাঁরা। কোনওমূল্য আশ্রম ছাড়তে রাজি ছিলেন না তাঁরা। কিন্তু ধামরায় ল্যান্ডফলের পরই বাড়তে শুরু করে সাগরের জল। গ্রামের পর গ্রাম প্লাবিত হতে থাকে। শেষমেশ প্রশাসনের তরফে দ্রুত তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বাংলার বিপদ বাড়িয়ে নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল করল ‘ইয়াস’! পূর্বাভাস বদলে কীসের আশঙ্কা আবহাওয়াবিদদের?

সমুদ্রের জল ঢুকে কার্যত আশ্রম। মরিয়া হয়ে আশ্রয়ের খোঁজ করছে গবাদি পশু থেকে গরু। ইতিমধ্যেই ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত। জলে ডুবে যায় বুল ডোজারও। কাকদ্বীপেও প্লাবিত গ্রামের পর গ্রাম। শেষং পাওয়া খবর অনুযায়ী, ভেঙে গিয়েছে মুড়িগঙ্গা নদীর বাঁধও।