Diamond Harbar: থিকথিকে ভিড় প্ল্যাটফর্মে, দাঁড়িয়ে লোকাল ট্রেন, সাত সকালে আবার কী হল?

Diamond Harbar Station: এ দিন, রেললাইনের উপর দেখা যায় শ'য়ে-শ'য়ে লোকজন নেমে এসেছেন রেললাইনের উপর। তাঁদের একটাই দাবি সঠিক সময়ে ট্রেন ছাড়তে হবে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জিআরপি। এসেছে রেলপুলিশও। যাত্রীদের দাবি, একাধিকবার ট্রেন দেরীতে ছাড়া নিয়ে তাঁরা স্টেশন ম্যানেজার, রেল কর্তৃপক্ষকে জানিয়েছে।

Diamond Harbar: থিকথিকে ভিড় প্ল্যাটফর্মে, দাঁড়িয়ে লোকাল ট্রেন, সাত সকালে আবার কী হল?
বন্ধ লোকাল ট্রেনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 9:15 AM

ডায়মন্ডহারবার: আবারও অনিয়মিত ট্রেন চলাচলের জন্য প্রতিবাদ। অভিযোগ, প্রতিদিনই ভোরবেলা দেরিতে চলে আপ শিয়ালদহ লোকাল। বুধবার ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। বিক্ষোভের জেরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

এ দিন, রেললাইনের উপর দেখা যায় শ’য়ে-শ’য়ে লোকজন নেমে এসেছেন রেললাইনের উপর। তাঁদের একটাই দাবি সঠিক সময়ে ট্রেন ছাড়তে হবে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জিআরপি। এসেছে রেলপুলিশও। যাত্রীদের দাবি, একাধিকবার ট্রেন দেরীতে ছাড়া নিয়ে তাঁরা স্টেশন ম্যানেজার, রেল কর্তৃপক্ষকে জানিয়েছে। কারণ, একাংশ যাত্রী এই ভোরের ট্রেনে চড়ে কলকাতায় আসেন বিভিন্ন কাজে। এর পাশাপাশি ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সামগ্রী কলকাতায় পৌঁছন। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “রেলের জন্য ট্রেন লেট হচ্ছে এমন নয়। যাত্রীদের বলব বিক্ষোভ তুলে নিন। এই অবরোধের জন্য বিভিন্ন শাখার ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে। ওই সেকশনে একাধিক রেলগেট ঠিক টাইমে বন্ধ করতে দেওয়া হয় না। সবসময় গাড়ি ঢুকছে বেরচ্ছে। তার ফলে ট্রেন লাইনে দাঁড়িয়ে যায়। একটা ট্রেন লেট হওয়া মানে তার পিছনে পিছনে অনেকগুলি ট্রেন দাঁড়িয়ে যায়।”

এক যাত্রী বললেন, “আমরা সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতেই পারি না। তিনমাস ধরে চলছে ট্রেন অবরোধ। সকালে রোজদিন ট্রেন লেটে ঢোকে। কখনও একঘণ্টা, কখনও দেড়ঘণ্টা ধরে শিয়ালদহে ট্রেন দেরীতে ঢুকছে। গতকালও ৬টা ৫২-র গাড়ি শিয়ালদহে ঢুকেছে ৯টা ২০তে। যেটা সাড়ে আটটায় পৌঁছনোর কথা ছিল। আমরা তো খেটে খাওয়া মানুষ সঠিক সময়ে যাতে কর্মস্থলে পৌঁছতে পারি সেটা যেন দেখা হয়।” সম্প্রতি, এই একই অভিযোগ তুলে হাওড়ার টিকিয়াপাড়া রেল স্টেশন অবরোধ করেন যাত্রীরা। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভের জেরে খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।