ফের বিধ্বংসী আগুন! দাউ দাউ করে জ্বলছে টায়ার কারখানা

পকেট ফায়ারের (Fire) সম্ভাবনা থাকায় ঘটনাস্থলে রাখা হয়েছে দমকলের দু'টি ইঞ্জিন। ক্রমাগত জল ঢেলে চলেছে।

ফের বিধ্বংসী আগুন! দাউ দাউ করে জ্বলছে টায়ার কারখানা
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 11, 2021 | 6:51 PM

দক্ষিণ ২৪ পরগনা: ফলতা স্পেশাল ইকোনমিক জ়োনে (Falta SEZ) টায়ার কারখানায় বিধ্বংসী আগুন। কারখানা থেকে দাউ দাউ করে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। একইসঙ্গে দলা পাকিয়ে উঠে আসছে কালো ধোঁয়া। রবিবার বিকেলের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন এলেও পরে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। পাশেই হুগলি নদী। ফলে হাওয়ার বেগে আগুন মুহূর্তে বিধ্বংসী হয়ে ওঠে।

লকডাউনের শুরু থেকেই বন্ধ ছিল এই কারখানা। পরিকল্পনা ছিল বৈশাখ মাস থেকে ফের তা খোলা হবে। তার আগেই এই ঘটনা। টায়ার তৈরির জন্য প্রায় ৫০ লক্ষ টাকার কাঁচামাল বৃহস্পতিবারই কারখানায় আনা হয়। এছাড়াও পুরনো বহু জিনিস ছিল। সবই পুড়ে ছাই বলে জানান কারখানার সুপারভাইজার।

কারখানার ভিতর প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। পকেট ফায়ারের সম্ভাবনা থাকায় ঘটনাস্থলে রাখা হয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। ক্রমাগত জল ঢেলে চলেছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগে কারখানায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি কোটি টাকার কাছাকাছি। তবে হতাহতের কোনও খবর নেই।