Kultali Tiger VIDEO: খাঁচায় ধরা দিল না বাঘ, নদী পেরিয়ে জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল

সুন্দরবন সংলগ্ন ওই এলাকায় শুক্রবার রাতেই বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। পায়ের ছাপ দেখার পর থেকেই সেখানকার বাসিন্দাদের তাড়া করেছে আতঙ্ক। শনিবার দিনভর বাঘের পায়ের ছাপ দেখেই বাঘ খোঁজার চেষ্টা চালিয়েছেন বনকর্মীরা। জাল দিয়ে গ্রামের দিকে ঘিরে ফেলাও হয়েছে। যাতে কোনও ভাবে বাঘটি রাতের অন্ধকারে গ্রামে ঢুকে না পড়তে পারে।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 11:35 AM

কুলতলি: সুন্দরবন সংলগ্ন বিভিন্ন লোকালয়ে মাঝেমধ্যেই ঢুকে পড়ে বাঘ। এর জেরে ব্যাপক আতঙ্ক তৈরি হয় সেখানে। সুন্দরবনের কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া- ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়ের চক গ্রাম সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরেই বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। এর জেরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মনে। সেই বাঘ ধরতেই খাঁচা পাতা হল বন দফতরের তরফে। খাঁচার পাশাপাশি ঘুমপাড়ানি বন্দুকও তৈরি রাখা হয়েছে। তৈরি রয়েছেন বনদফতরের কর্মীরাও।

সুন্দরবন সংলগ্ন ওই এলাকায় শুক্রবার রাতেই বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। পায়ের ছাপ দেখার পর থেকেই সেখানকার বাসিন্দাদের তাড়া করেছে আতঙ্ক। শনিবার দিনভর বাঘের পায়ের ছাপ দেখেই বাঘ খোঁজার চেষ্টা চালিয়েছেন বনকর্মীরা। জাল দিয়ে গ্রামের দিকে ঘিরে ফেলাও হয়েছে। যাতে কোনও ভাবে বাঘটি রাতের অন্ধকারে গ্রামে ঢুকে না পড়তে পারে। মৈপীঠ উপকূল থানার পুলিশের পক্ষ থেকেও লাগাতার গ্রামবাসীদেরকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। এমনকি শনিবার গোটা রাত সেখানে রাত প্রহরার পাশাপাশি নজরদারির কাজ চালিয়েছেন বন কর্মীরা। গ্রামবাসীদের দাবি, রবিবার সকালে বন দফতরের লাগানোর নাইলনের জাল ছেঁড়ার চেষ্টা চালিয়েছে বাঘ। শুধু তাই নয় দেখা মিলেছে পায়ের ছাপও। যা দেখে গ্রামবাসীদের ধারণা বন্য শুকর শিকারের চেষ্টা চালিয়েছে বাঘটি।

এদিকে বাঘটি আদৌও সেখানে আছে কিনা জানার জন্য নতুন করে জাল ঘিরে খোঁজার চেষ্টাও করেছেন বনকর্মীরা। যে কারণে আতঙ্ক আরও বেড়েছে। গ্রাম লাগোয়া মাকড়ি নদীর চর বরাবর ম্যানগ্রোভ ঝোপ ঝাড়কে চিহ্নিত করেই রবিবার সন্ধ্যায় একটি লোহার খাঁচা নিয়ে এসে বাঘ ধরার ফাঁদ হিসাবে পাতা হয়েছে। সেখানে টোপ হিসাবে দেওয়া হয়েছে ছাগল। তৈরি রাখা হয়েছে দক্ষ বনকর্মীদেরকেও। প্রয়োজনে ঘুম পাড়ানি বন্দুক দিয়ে গুলি করে বাঘকে কাবু করার প্রস্তুতিও সেরে রেখেছে বন দফতর। বাঘমামা কবে সেখানে ধরা দেন সে দিকেই এখন নজর গ্রামবাসীদের।

নদী পেরোচ্ছে বাঘ

বন দফতরের পাতা খাঁচা ধরা দেয়নি কুলতলির বাঘ। নদী পেরিয়ে বাঘটি গ্রাম সংলগ্ন ম্যানগ্রোভের জঙ্গলে ফিরে গিয়েছে। সেই দৃশ্য ধরা পড়েছে বন দফতরের কর্মীদের ক্যামেরায়। এরক জেরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় গ্রামবাসীরা।