Haridevpur Dead body Recover: হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার হল কোলাঘাটে
Haridevpur: মঙ্গলবার অনুপমের পরিবারের কাছে খবর যায় যে কোলাঘাট থানার পুলিশ একটি দেহ উদ্ধার করেছে। সেই মোতাবেক দেহ শনাক্তকরনের জন্য পরিবারকে ডেকে পাঠানো হয় থানায়। তাঁরাই শনাক্ত করেন অনুপমের দেহ।
হরিদেবপুর: হরিদেবপুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে উদ্ধার হল তাঁর দেহ। মৃতের নাম অনুরাগ সিংহ (২৩)। হরিদেবপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি।
জানা গিয়েছে, অনুরাগের সঙ্গে থাকতেন তাঁর মা, দিদি ও জামাইবাবু। গত ২০ তারিখ থেকে নিখোঁজ ছিলেন অনুরাগ। বাড়ির মালিককে যুবকের মা জানান যে বেশ কিছুক্ষণ ধরে তিনি খোঁজ পাচ্ছেন না ছেলের। ফোন বন্ধ। যার কারণে যোগাযোগও করতে পারছেন না। গোটা রাত কেটে যাওয়ার পরও যুবক বাড়ি না ফেরায়হরিদেবপুর থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।
মঙ্গলবার অনুপমের পরিবারের কাছে খবর যায় যে কোলাঘাট থানার পুলিশ একটি দেহ উদ্ধার করেছে। সেই মোতাবেক দেহ শনাক্তকরনের জন্য পরিবারকে ডেকে পাঠানো হয় থানায়। তাঁরাই শনাক্ত করেন অনুপমের দেহ। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। গোটা বিষয়ে তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। বাড়ির মালিক বলেন, “ছেলেটা চুপচাপ থাকত। অতো মেলামেশা করত না। দরকারে মা দিদি ছাড়া কাউকেই বুঝত না। ওর জামাইবাবুর খাবারের দোকান ছিল। ওই খানেই কাজ করত। এখন জানলাম ওনার দেহ পাওয়া গেছে।”