Bhangar TMC ISF: আপাতত সব কর্মসূচি স্থগিত, রাতভর সংঘর্ষের পর ভাঙড়ে জানালেন নওসাদ
Bhangar TMC ISF: সভার জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ বাঁধতে গেলেই বচসা শুরু বলে অভিযোগ। মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তৃণমূলের অভিযোগ, তৃণমূলের ক্লাব ভাঙচুর করেছে আইএসএফ।
দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার। নওশাদ সিদ্দিকির সভার জন্য মঞ্চ বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা। আহত ২ পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ পিকেটিং। রবিবার ভাঙড়ের জাগুলগাছিতে নওশাদের সভা করার কথা ছিল। সভার জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ বাঁধতে গেলেই বচসা শুরু বলে অভিযোগ। মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তৃণমূলের অভিযোগ, তৃণমূলের ক্লাব ভাঙচুর করেছে আইএসএফ। তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় ৪ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ।
রবিবার সকালে ভাঙড়ের জাগুলগাছিতে সভা করার কথা ছিল আইএসএফ বিধায়কের। সভার জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ বাঁধতে গেলেই, তৃণমূলের তরফে তা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, “জাউলগাছি মাঠের ধারে আমাদের কয়েকজন লোক বলে গল্প করছিলেন। সেখানেই কয়েকজন গিয়ে আচমকা মারধর করা শুরু করে। আমাদের লোকেরাই আহত হয়েছে।”
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বক্তব্য, পুলিশের অনুরোধ মেনে আপাতত ভাঙরের কর্মসূচি এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছে। সারা রাত ধরে তাণ্ডব করেছে পুলিশ। তারপরেও যখন ক্ষান্ত হয়নি। তখন আমাদের স্থানীয় নেতৃত্বকে অনুরোধ করেছে। অন্য একটি কর্মসূচি রয়েছে। আজ কর্মসূচি হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ফলে না করা হয়। আইএসএফ শান্তি চায়। হানাহানি চায় না।” তিনি আরও বলেন, “সংবিধানকে মান্যতা দিয়ে চলে আইএসএফ। ভাঙরের নাম খারাপ হোক আরেকবার, তা চায় না আইএসএফ।”
রবিবার সকালেও দেখা যায়, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভাঙড় থানার পুলিশ ও র্যাফের রুটমার্চ ও পুলিশ পিকেটিং চলছে। ভাঙড়ের নলমুড়িতে ভাঙচুর হওয়া তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্লাব দেখতে যান ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। তাঁকে দেখে এলাকার মহিলারা কান্নায় ভেঙে পড়েন। তবে অভিযুক্তরা শাস্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন সওকাত মোল্লা।