Maheshtala: খাটে উপুড় হয়ে পড়ে রয়েছে দেহ, মহেশতলায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যু
Maheshtala: কলেজের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকতেন তিন পড়ুয়া। তাঁর সহপাঠীরা জানাচ্ছেন, উচ্ছ্বিসমান সামন্ত বুধবার সন্ধ্যা থেকে ঘরে একাই ছিলেন। বাকি দুজন তখন বাইরে গিয়েছিলেন।
দক্ষিণ ২৪ পরগনা: এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল মহেশতলায়। মহেশতলা থানার অন্তর্গত পুটখালি ইঞ্জিনিয়ারিং কলেজর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উচ্ছ্বিসমান সামন্ত। জানা যাচ্ছে বাঁকুড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থতম বর্ষের ছাত্র। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলেজের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকতেন তিন পড়ুয়া। তাঁর সহপাঠীরা জানাচ্ছেন, উচ্ছ্বিসমান সামন্ত বুধবার সন্ধ্যা থেকে ঘরে একাই ছিলেন। বাকি দুজন তখন বাইরে গিয়েছিলেন। উচ্ছ্বিসমানের এক বন্ধুর বয়ান অনুযায়ী, তিনি যখন ঘরে ফেরেন, তখন দেখেন উচ্ছ্বিসমান খাটেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
তারপরেই তিনি ভাড়াটিয়ার পরিবারের লোকজনকে ডাকেন। খবর পেয়ে চলে আসেন কলেজের অন্যান্য পড়ুয়ারাও। উচ্ছ্বিসমানকে প্রথমে মহেশতলা পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই মৃত্যু ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে সন্ধিহান সহপাঠীরাও। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে মহেশতলা থানা পুলিশ । উচ্ছ্বিসমানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ। পড়াশোনার ক্ষেত্রে তাঁর কোনও চাপ ছিল কিনা, উচ্ছ্বিসমান মাদক সেবন করতেন কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।