Mamata on Saokat: ‘শওকত আমার প্রাণের চেয়ে প্রিয়…’, পিঠ চাপড়ে প্রশংসা মমতার

Mamata on Saokat: এই সিবিআই নোটিস নিয়েও মঞ্চ থেকে এদিন রীতিমতো সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শেষে তিনি হাত ধরে পাশে নিয়ে আসেন শওকতকে। কাঁধে হাত রেখে বলেন, "বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিস পাঠিয়েছে, ভাবুন।"

Mamata on Saokat: 'শওকত আমার প্রাণের চেয়ে প্রিয়...', পিঠ চাপড়ে প্রশংসা মমতার
শওকতকে পাশে ডেকে আনলেন মমতাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2024 | 3:50 PM

বারুইপুর: মঙ্গলবার মধ্যরাতে সিবিআই নোটিস গিয়েছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কাছে। বুধবার সকালেই হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। তবে এদিন নিজাম প্যালেসে নয়, শওকত মোল্লাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে। আর সেখানে পাশে ডেকে শওকতের পিঠ চাপড়ে প্রশংসা করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়েই মমতা বললেন, “শওকত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি। ও দিল দিয়ে কাজ করে।” সভার শেষেও পাশে ডেকে আনেন ক্যানিং পূর্বের বিধায়ককে।

শেষ দফায় যে এলাকাগুলিতে ভোট রয়েছে, সেখানে শওকতের ভূমিকা অনেকটাই বেশি। যাদবপুর থেকে জয়নগর, সব কেন্দ্রের প্রার্থীদের জন্যই কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে। এদিন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনেই এই জনসভার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে দেখা যায় শওকতকে। এদিন ভোটের কাজের কথা বলেই সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে গিয়েছেন শওকত মোল্লা।

আর এই সিবিআই নোটিস নিয়েও মঞ্চ থেকে এদিন রীতিমতো সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শেষে তিনি হাত ধরে পাশে নিয়ে আসেন শওকতকে। কাঁধে হাত রেখে বলেন, “বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিস পাঠিয়েছে, ভাবুন।” আর এক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকেও তলব করা হয়েছে, সে কথাও এদিন উল্লেখ করেছেন মমতা। এই ইস্যুতে সুর চড়িয়ে মমতা বলেন, “লজ্জা করে না! ইডি, সিবিআই অফিসারদের বলব সারাজীবন মোদীবাবু থাকবেন না। দেবরাজকেও নোটিস পাঠিয়েছে। ভোটের প্রচারের মাঝে এ গুলো করা যায় না।” উল্লেখ্য,  কয়লা পাচার মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে শওকতকে। হাজিরাও দিয়েছেন তিনি।