Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: গৃহস্থের দুয়ারে সাক্ষাৎ মমতা, নিজেই হাজির হয়ে কি বোঝালেন কেমন হবেন ‘দিদির দূতরা’?

Mamata Banerjee in Gangasagar: বুধবার গঙ্গাসাগরে এসে তিনি নিজেই ঢুকে গেলেন গৃহস্থ্যের বাড়ির রান্নাঘরে। ঘুরে দেখলেন রান্নাঘর। কথা বললেন গৃহকর্ত্রীর সঙ্গে।

Mamata Banerjee: গৃহস্থের দুয়ারে সাক্ষাৎ মমতা, নিজেই হাজির হয়ে কি বোঝালেন কেমন হবেন 'দিদির দূতরা'?
গৃহস্থের রান্নাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 11:15 PM

গঙ্গাসাগর: ‘দিদির দূত’ হিসেবে তৃণমূলের যে ভলান্টিয়াররা কাজ করবেন, তাঁদের ভূমিকা কী হবে, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তাঁরা। সারপ্রাইজ় ভিজিট করবেন। সাধারণ মানুষের কোনও সমস্যা রয়েছে কি না, সেই কথা শুনবেন তাঁরা। সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিশে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। একেবারে আমজনতার হেঁশেল পর্যন্ত যাতে পৌঁছে যেতে পারেন তৃণমূলের নীচু তলার কর্মীরা, এমন জনসংযোগের কথা বলা হয়েছে। এর জন্য এলাকায় এলাকায় নেতা-কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে রাত কাটানোর বার্তাও দেওয়া হয়েছে। সেই বার্তার পর এবার গঙ্গাসাগরের (Gangasagar) মেলা পরিদর্শনে এসে হঠাৎই পূর্বঘোষিত কোনও কর্মসূচি ছাড়াই এক গৃহস্থের বাড়ির হেঁশেলে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সময় কাটালেন গৃহকর্ত্রীর সঙ্গে। যেন ‘দিদির দূত’-দের কেমন হওয়া উচিত, এদিন তারই একটি মডেল তুলে ধরার চেষ্টা করেন তিনি। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বুধবার গঙ্গাসাগরে এসে ভারত সেবাশ্রম সঙ্ঘে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁর যাওয়ার কথা ছিল কপিলমুনির আশ্রমে। কিন্তু যাওয়ার পথেই মাঝে আচমকা একটা দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দোকান থেকে নিজের পরিবারের মহিলাদের জন্য ব্যাগ ও হার কেনেন তিনি। আর তারপরই বাড়ির ভিতরে ঢুকে যান। সোজা ঢুকে পড়েন বাড়ির অন্দরমহলে। সেখানে তিনি রান্নাঘরও যান। কথা বলেন গৃহকর্ত্রীর সঙ্গে। সেই বাড়িতে গ্যাসের ওভেন রয়েছে। পাশাপাশি রান্নাঘরে একটি মাটির উনুনও রয়েছে। গ্যাসের ওভেনের পাশাপাশি মাটির উনুন দেখে মুখ্যমন্ত্রী বেশ আনন্দিত হয়েছেন বলেই দাবি ওই গৃহকর্ত্রীর।

মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে আসায় বেজায় খুশি ওই গৃহকর্ত্রী। তাঁর রান্নাঘরের মাটির উনুনটি বেশ পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রী। বাড়িতে কী কী রান্না হয়েছে, সেই সবও খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে একটি কলসিও রয়েছে, সেই কলসিটিও মুখ্যমন্ত্রীর বেশ পছন্দ হয়েছে। মুখ্যমন্ত্রীকে কি এত কাছে আর রোজ রোজ পাওয়া যায়? তাই আজ যখন মুখ্যমন্ত্রী বাড়িতে ঢোকেন, তখন সটান তাঁকে প্রণাম সেরে ফেলেন ওই গৃহকর্ত্রী। বাড়ির কর্তার নাতিকে একটি খেলনাও কিনে দেন তিনি।

সম্প্রতি নজরুল মঞ্চের একটি দলীয় বৈঠক থেকে ‘দিদির দূত’দের ভূমিকা নিয়ে বার্তা দেওয়া হয়েছিল। দলের নেতাদের বলেছিলেন, তাঁরা যাতে প্রতিটি বাড়ি বাড়ি যান। প্রয়োজনে তাঁদের হেঁশেলেও যেন ঢুকে যান। আসলে সেই বার্তার পিছনে ছিল, জনসংযোগ বাড়ানোর নির্দেশ। আর এদিন গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই প্রকল্প উদ্বোধনের মাঝখানে শুরু করে দিলেন সেই জনসংযোগের কাজ। যদিও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার এমন নিদর্শন এর আগেও অনেক রয়েছে মুখ্যমন্ত্রীর। অতীতে কোথাও চায়ের দোকানে ঢুকে পড়া, কোথাও আবার নিজে হাতেই মোমো বানানো… এমন অনেক উদাহরণ রয়েছে।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'