Maheshtala Deadbody Recover: উটকো গন্ধটা নাকে আসছিল অনেকক্ষণই, ঘরের ভিতর প্রৌঢ়ের এমন পরিণতি দেখে শিউরে উঠছেন সকলে
Maheshtala: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটানগরের ঘটনা। মৃত ব্যক্তির নাম সুব্রত গুহ বিশ্বাস (৫৪)।
মহেশতলা: বাড়িতে একাই থাকতেন প্রৌঢ়। মাঝে-মধ্যে মেয়ে আসতেন দেখা করতে। কিন্তু মঙ্গলবার পড়শিরা পচা দুর্গন্ধ নাকে টের পান। তখনই সন্দেহ হয় তাঁদের। পরে দরজা ভাঙতেই ব্যক্তিকে এমন ভয়ানক অবস্থায় দেখবেন কেউ হয়ত ভাবেননি।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটানগরের ঘটনা। মৃত ব্যক্তির নাম সুব্রত গুহ বিশ্বাস (৫৪)। সুব্রতবাবু একটি জুতো কোম্পানিতে কর্মরত ছিলেন। এ দিন, সকাল থেকে দুর্গন্ধ টের পান স্থানীয় বাসিন্দারা। তখনই আবাসিকরা মহেশতলা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকে। উদ্ধার করে ওই ব্যক্তির পচা-গলা দেহ।
স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি ঘরে একাই থাকতেন। স্ত্রী ছিল না। মেয়ে কাজের সূত্রে বাইরে থাকেন। মাঝেমধ্যে এসে বাবার সঙ্গে দেখা করে চলে যেতেন। আজ পুলিশ দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা ওনার পাশেই থাকি। শনিবার রাত থেকেই একটা গন্ধ বেরচ্ছিল। আর ওনার ঘর ঠথেকে সব সময় এমন একটা গন্ধ বের হত। কারণ ঘরের ভিতরই উনি শৌচকর্ম করতেন। আমরা বেবেছি হয়ত সেই গন্ধই বেরচ্ছে। এবার গন্ধটা দিনদিন বাড়তে থাকায় সন্দেহ হয় আমাদের। আমি আমার স্ত্রীকে বলি। এরপর আমার স্ত্রী যাঁরা ঝাড় দেয় তাঁদের জানায়। তাঁরা গিয়ে যাঁরা লজিংয়ে কাজ করে তাঁদের খবর দেন। লজিং থেকে থানা পুলিশকে খবর দেওয়া হয়। দরজা কখনও খোলা, কখনও বন্ধ থাকত। মেয়ে মাঝে মধ্যে আসত।’ অপরদিকে প্রৌঢ়ের মেয়ে বলেন, ‘আমি শুনেছি বাবা মারা গিয়েছে। অফিসের জন্য নিউটাউনে শিফট হয়েছিলাম। মাঝেমধ্যে আসতাম। শেষ দু’সপ্তাহ আগে বাবার সঙ্গে দেখা হয়।’