Durga Puja 2021: ‘আমাদের ঘরে দুর্গা আসেনি’, ইয়াস বিধ্বস্ত সুন্দরবনে সপ্তমীতেও বিষাদের সুর
Sundarban: গ্রামে পুজোর ছিটেফোঁটাও রেশ ছিল না। আর পাঁচটা সাধারণ দিনের মতো পুজোর দিনেও জীবন সংগ্রামে ব্যস্ত মানুষ। উৎসবের কোনও রেশ নেই। এমনকি কচিকাঁচাদের মধ্যেও আনন্দের লেশমাত্র নেই।
সুন্দরবন: একদিকে কোভিড (Covid) পরিস্থিতিতে টানা লকডাউনের প্রভাবে অর্থনৈতিক সঙ্কট, অন্যদিকে ইয়াসের (Yaas) পর বারে বারে প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতির ধাক্কায় জর্জরিত সুন্দরবনের দিন আনা দিন খাওয়া মানুষগুলো। পুজো (Durga Puja 2021) কে ঘিরে সারা বাংলা যখন উৎসবে মাতোয়ারা, তখন পুজোর দিনগুলোতে সুন্দরবনের গ্রামের পর গ্রাম কার্যত অন্ধকারে ঢেকে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতির ধাক্কায় পুজোতেও বহু পরিবারে জোটেনি নতুন জামা-কাপড়। এ চিত্র এখন সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা ও সাগর ব্লক সহ মৌসনি ও ঘোড়ামারা দ্বীপের গ্রামের পর গ্রামে।
সাগরদ্বীপের চকফুল ডুবি গ্রাম। গ্রামের গা ঘেঁষে বয়ে গিয়েছে হুগলি নদী। চকফুল ডুবি সহ আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের পেশা বলতে মাছ ধরা, কৃষি কাজ ও পান চাষ। এখানকার বহু যুবক আবার কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। গ্রামে পুজোর ছিটেফোঁটাও রেশ ছিল না। আর পাঁচটা সাধারণ দিনের মতো পুজোর দিনেও জীবন সংগ্রামে ব্যস্ত মানুষ। উৎসবের কোনও রেশ নেই। এমনকি কচিকাঁচাদের মধ্যেও আনন্দের লেশমাত্র নেই। হবেই বা কেমন, গ্রামে পুজোই তো হচ্ছে না।
ইয়াসের পর থেকে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রামের পর গ্রামের একের পর এক কাঁচা বাড়ি। কঙ্কালসার বাড়িগুলোর ছাউনী বলতে ত্রিপল। কোন কোন বাসিন্দা আবার কষ্ট করে মাথা গোঁজার ঠাঁইও তৈরি করেছেন। আর যারা পড়েননি ভগ্নদশা বাড়ির সামনে টাঙিয়েছে ত্রিপল। বিঘের পর বিঘে চাষের জমি এখনও নোনা জলে প্লাবিত। অন্যান্য দিনের মত মঙ্গলবারও গ্রামজুড়ে ছিল কর্মব্যস্ততা। ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠে যেন ঘুরে দাঁড়াতে মরিয়া বাসিন্দারা। তাই বাসিন্দাদের মনেও ছিল না দুর্গা সপ্তমীর দিনও। অন্যান্য দিনের মত এদিনও মেঠো রাস্তার উপর কচিকাঁচারা খেলাধূলো করছিল। পুজোতেও তাদের জোটেনি নতুন জামাকাপড়।
এক বাসিন্দার কথায় নদীবাঁধ ভেঙে জল ঢুকে খেত নষ্ট হয়ে গিয়েছে। বাড়ির অবস্থা ভাঙা-ভাঙা। আমাদের আবার পুজো কী! যে ভাবে হোক দিন কাটলে হল। রীতা মণ্ডল নামে আরেক বাসিন্দার কথায়, ‘পানের বরজটা চলে গিয়েছে। পুজোর আনন্দ আমাদের নেই। ভাঙা ঘর সারাতে পারছি না, তার আবার পুজোর আনন্দ। আমাদের কাছে মা আসেনি’
আরও পড়ুন: Durga Puja 2021: ফিরছে পুরনো রীতি, শোভাবাজার রাজবাড়িতে সোনার গিনি দিয়েই সপ্তমী পুজো-প্রস্তুতি
সপ্তমীর বিকালে বাড়িতে বসে জাল বুনতে দেখা গিয়েছে মধ্যবয়স্ক দেবাশিস মণ্ডলকে। এমনকি চাষের জমিতে শ্রমিকের কাজ করে দুপুরে বাড়িতে ফিরতে দেখা গিয়েছে গ্রামের বহু বাসিন্দাকে। গ্রামের বধূরাও পুজোর আনন্দ ভুলে বেসামাল সংসার সামলাতে ব্যস্ত। এ ছবি এখন সুন্দরবনের উপকূল এলাকার গ্রামে গ্রামে সর্বত্র।
আরও পড়ুন: Durga Puja 2021: ‘পুলিশের জন্য ৪৬ বছরের পুরনো পুজো করা গেল না’, বিসর্জনের আগে বিষাদের সুর জয়নগরে