Sonarpur: বিদ্যুতের তার নিয়ে সমস্যা, বৌদিকে কুপিয়ে ‘খুন’ করল দেওর

Sonarpur: গত ১৩ বছর আগে বারুইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে  বিয়ে হয় ভাঙড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলি মোল্লার সঙ্গে। তাঁদের চার সন্তানও রয়েছে। জাহানারা বিবির স্বামীর কাজের জন্য মাঝেমধ্যেই বাইরে যেতেন।

Sonarpur: বিদ্যুতের তার নিয়ে সমস্যা, বৌদিকে কুপিয়ে 'খুন' করল দেওর
বৌদিকে পিটিয়ে খুনের অভিযোগ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 10:52 AM

 সোনারপুর:  বাড়ির ভিতর দিয়ে বিদ্যুতের তার যাওয়া নিয়ে বিবাদ। বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাধবপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, গৃহবধূর নাম জাহানারা বিবি। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে , গত ১৩ বছর আগে বারুইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে  বিয়ে হয় ভাঙড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলি মোল্লার সঙ্গে। তাঁদের চার সন্তানও রয়েছে। জাহানারা বিবির স্বামীর কাজের জন্য মাঝেমধ্যেই বাইরে যেতেন। দেওরের পরিবারের সঙ্গে আগে থেকেই বিবাদ ছিল তাঁদের। প্রতিবেশীরা জানাচ্ছেন, মাঝেমধ্যেই নানা ইস্যুতে দু’পরিবারের মধ্যে বচসা হয়।  সোমবার সেই বিবাদ তুঙ্গে ওঠে। বাড়ির মধ্যে বিদ্যুতের তার যাওয়া নিয়ে ঝামেলা হতে থাকে। আর সেই বিবাদের জেরে ওই গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে দেওরের বিরুদ্ধে।

চিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ওই দেওরকে আটক করা হয়েছে।