CPIM: ভোটের আগে নয়া স্ট্র্যাটেজি? নব্যদের খোঁজে পুরনোদের ‘ঠিকানায়’ CPIM

CPIM: এক সময় যাঁরা বামফ্রন্ট করতেন সেই সকল পুরানো নেতাকর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের সঙ্গে দলের আর মজবুত সম্পর্ক নেই। অথবা কেউ শাসকদল কিংবা অন্য কোনও পার্টি করেন। এইসব পুরনো কর্মীর পরিবারের বর্তমান প্রজন্মের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে উদ্যোগ নিল সিপিএম।

CPIM: ভোটের আগে নয়া স্ট্র্যাটেজি? নব্যদের খোঁজে পুরনোদের 'ঠিকানায়' CPIM
নতুনদের খোঁজ সিপিএম-এরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 9:31 AM

সোনারপুর: এই কয়েকদিন আগের ঘটনা। আট বছর আগে তৃণমূলে যোগ দেওয়া মুর্শিদাবাদের এক বাম কর্মীকে দলে ফিরিয়েছিল সিপিএম। সেই দিনের সভা থেকে বাম নেতা সুজন চক্রবর্তী আহ্বান করেছিলেন দলের পুরনো কর্মী এবং যাঁরা বসে গিয়েছেন তাঁরা যেন ফের দলে ফিরে আসেন। লোকসভা ভোটের আগে তাই পুরানো কর্মী এবং নেতাদের বর্তমান প্রজন্মকে পাশে পেতে নয়া উদ্যোগ লাল পার্টির। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হল স্মারক।

এক সময় যাঁরা বামফ্রন্ট করতেন সেই সকল পুরানো নেতাকর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের সঙ্গে দলের আর মজবুত সম্পর্ক নেই। অথবা কেউ শাসকদল কিংবা অন্য কোনও পার্টি করেন। এইসব পুরনো কর্মীর পরিবারের বর্তমান প্রজন্মের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে উদ্যোগ নিল সিপিএম। এই উপলক্ষে সোনারপুরের প্রতাপগরে পুরনো কর্মীদের স্মরণ করতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাকা হয় পুরানো কর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যদের। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারক।

রবিবার প্রতাপনগরে একশোটিরও বেশি পরিবারের হাতে স্মারক তুলে বাম নেতৃত্ব। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ দিনের সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমাদের পুরনো কর্মীদের অনেকেই শহিদ হয়েছেন কেউ প্রয়াত হয়েছে। তাঁদের স্মরণ করবেন। পার্টির পক্ষ থেকে তাঁদের এক স্মরণ করা হবে। কারণ এইসব কর্মীদের ঐতিহ্যকে সামনে রেখেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে। এটাই লাল ঝান্ডা। তাই এই সব রনো কর্মীদের স্মরণ করেই দেশ রক্ষার শপথ নেবে বর্তমান প্রজন্ম।”