ডায়মন্ড হারবারে তৃণমূলত্যাগী দীপক-ই বিজেপি প্রার্থী, প্রতিবাদে ভাঙচুর চলল কার্যালয়ে
২০১১ ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে ডায়মন্ড হারবার থেকে জয়ী হন দীপক হালদার (Dipak Halder)।
দক্ষিণ ২৪ পরগনা: সিঙ্গুর থেকে ডায়মন্ড হারবার, একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তৃণমূলত্যাগী বিধায়ককেই প্রার্থী করেছে বিজেপি (BJP)। আর তা নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতা-কর্মীদের একাংশ। এবার একুশের ভোটে গেরুয়া শিবির থেকে টিকিট পাওয়া ডায়মন্ড হারবারের তৃণমূলত্যাগী বিধায়ক দীপক হালদার (Dipak Halder)-এর বিরুদ্ধে শুরু হল চূড়ান্ত বিক্ষোভ।
রবিবার প্রকাশিত হয়েছে বিজেপি-র তৃতীয় এবং চতুর্থ দফা ভোটের প্রার্থী তালিকা। আর তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর গড় ডায়মন্ড হারবারে তৃণমূলত্যাগী বিধায়ক দীপক হালদারকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। একদিকে যখন দীপক অনুগামীরা পদ্মফুলের প্রতীক দিয়ে তাঁর নামে দেওয়াল লিখন শুরু করেছেন, তখন ডায়মন্ড হারবারের প্রার্থী প্রত্যাহারের দাবিতে রাস্তার উপর টায়ারে আগুন লাগিয়ে, কার্যালয় ভাঙচুর করে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতাদের একাংশ।
২০১১ ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে ডায়মন্ড হারবার থেকে জয়ী হন দীপক হালদার। কিন্তু দলের মধ্যে তাঁকে কার্যত কোণঠাসা করে রাখা হয়েছিল অভিযোগ করেন তিনি। এমনকি শীর্ষ নেতৃত্বের সভা ও বৈঠকে ডাক পেতেন না। কোন কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পর গত ফেব্রুয়ারিতে একরাশ অভিমান নিয়ে তৃণমূলের সঙ্গে ৩০ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তখন থেকেই এবারের বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে তাঁকেই বিজেপি প্রার্থী করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল বিজেপি কর্মীদের একাংশের মধ্যে। রবিবার দুপুরে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর আর কোন জল্পনার অবকাশ থাকল না। দেখা গেল তাঁকেই প্রার্থী করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তার পরেই শুরু হল স্থানীয় আদি বিজেপি নেতাদের বিক্ষোভ।
দীপককে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেননি বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবাংশু পাণ্ডার অনুগামীরা। রবিবার রাতে দীপক হালদারের প্রার্থী পদ প্রত্যাহারের দাবি করে শুরু হয় আদি বিজেপি নেতাদের বিক্ষোভ। ডায়মন্ড হারবার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান দেবাংশুর অনুগামীরা। দলের বিধানসভা কার্যালয়ে তাঁরা ভাঙচুর চালানো হয়। তাঁদের দাবি, অবিলম্বে দীপক হালদারের নাম প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করতে হবে।
দেবাংশু পণ্ডার কথায়, “দীপক হালদার তৃণমূলে থাকার সময় আমাদের কর্মীদের অনেককেই মিথ্যা কেসে জেল খাটিয়েছেন। হঠাৎ বিজেপিতে যোগ দিলেও এখনও পর্যন্ত বিধানসভা কার্যালয়ে আসেননি। এমনকি দলের পুরনো কর্মী সমর্থকদের সঙ্গেও যোগাযোগ করেনি। তাই নিচুতলার কর্মীরা তাঁর উপর ক্ষুব্ধ। দীপক হালদারকে বিজেপির প্রার্থী হিসেবে তাঁকে মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।”
আরও পড়ুন: পার্টি অফিসে আগুন লাগানোর চেষ্টা, বিজেপি প্রার্থী বদলের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি
এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর নির্বাচনী প্রচারে নেমে পড়েন দীপক। স্থানীয় মোসাট ও বোলসিদ্ধ গ্রামে দুটি কর্মিসভায় যোগ দেন দীপক হালদার। তাঁর কথায়, “বিক্ষোভের কোন খবর আমার কাছে নেই। আর কেউ বিক্ষোভ দেখিয়েছে বলে আমি মনে করি না। একটা বিধানসভায় অনেকেই প্রার্থী হতে চায়, এটা স্বাভাবিক ঘটনা।” বিজেপিতে সবাই ঐক্যবদ্ধভাবে লড়বেন বলেই তাঁর বিশ্বাস।