Naushad Siddiqui: পঞ্চায়েতে তৃণমূল শূন্য পাবে, ভাঙড়ে পা রেখেই হুঁশিয়ারি নওশাদের
Bhangar: শাসকদল হোক বা বিরোধী, কারও কোনও রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি এই সময়ের মধ্যে। ১৪৪ ধারা জারির কথা বলে প্রশাসন কোনও কর্মসূচি করতেই দেয়নি।
এদিন ভাঙড়ে পা দিয়েই দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার ডাক দেন নওশাদ সিদ্দিকি। বলেন, তৃণমূল এবার শূন্য পাবে। গত ২১শে জানুয়ারি ভাঙড়ের হাতিশালায় তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধের অভিযোগ ওঠে। এই ঘটনার পর একের পর অভিযোগ দায়ের হয়েছে আইএসএফ নেতাকর্মীদের নামে। গ্রেফতার হয়েছেন তাঁরা। জামিন পেয়েছেন মাস ঘোরার পর। এই ঘটনার পরই বারবার ভাঙড়ে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ ওঠে।
শাসকদল হোক বা বিরোধী, কারও কোনও রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি এই সময়ের মধ্যে। ১৪৪ ধারা জারির কথা বলে প্রশাসন কোনও কর্মসূচি করতেই দেয়নি। তবে রবিবার ভাঙড়জুড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মিছিল নিয়ে কোনও সমস্যায় পড়তে হয়নি বলেই সূত্রের খবর। তবে পঞ্চায়েত ভোট নিয়ে নওশাদের আত্মপ্রত্যয় সম্পর্কে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “তৃণমূলকে শূন্য করার ক্ষমতা নওশাদের নেই। বাংলার মানুষ ২১৩ আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। সেখানে নওশাদকে একটা আসনে জিতিয়েছে। একটা সাগরদিঘি নিয়ে এত উৎসাহিত হওয়ার কিছুই নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, থাকবেন।”